Ajker Patrika

রাজস্ব আদায়ে অনলাইনে সাড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৬
রাজস্ব আদায়ে অনলাইনে সাড়া

অনলাইনে রাজস্ব আদায়ে সাড়া পাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ই-রেভিনিউ ম্যানেজমেন্ট নামে একটি সফটওয়্যার চালুর পর এখন অনেকে ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজস্ব পরিশোধ করছেন। অনলাইনে রাজস্ব সেবা পেতে প্রতিদিন গড়ে ই-রেভিনিউ সিস্টেমে রেজিস্ট্রেশন করছেন ৪০-৫০ জন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই তাঁদের অনেকে ই-ট্রেড লাইসেন্স নিচ্ছেন। পাশাপাশি দিচ্ছেন হোল্ডিং ট্যাক্স।

এ সম্পর্কে সিটি করপোরেশনের আইটি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ই-রেভিনিউ সিস্টেমে আমরা ভালো সাড়া পাচ্ছি। গত ৯ দিনে ৪৩৫ জন রেজিস্ট্রেশন করেছেন। ই-হোল্ডিং নম্বর জানতে প্রতিদিন অসংখ্য নগরবাসী অনলাইনে দেওয়া আমাদের মোবাইলে কল করছেন। গত ৯ দিনে অনলাইনে রাজস্ব আদায় হয়েছে ৬৯ হাজার ৭৬৮ টাকা।’

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে। তাতে আশা করছি, আগামী জুন-জুলাই মাসের মধ্যে রাজস্ব কার্যক্রম শতভাগ অনলাইনের আওতায় চলে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত