ঝিনাইদহ প্রতিনিধি
ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় গুলিতে ঝিনাইদহের এক প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের প্রকৌশলী রাকিবুল হাসান (২৭) এবং শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির হোসেন (২২)।
সাব্বিরের ফুফাতো ভাই তন্ময় আহম্মেদ বলেন, সাব্বিরের বাবা আমোদ আলীর নিজের কোনো কৃষিজমি না থাকায় অন্যের
জমিতে কাজ করে সংসার চালান। অভাবের সংসারে ঠিকমতো পড়ালেখা করতে পারেননি সাব্বির। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের হাল ধরতে তিনি ঢাকায় যান। ছোট একটি কোম্পানিতে কাজ করছিলেন। কিন্তু ১৮ জুলাই ঢাকার উত্তরায় সাব্বির ওষুধ কিনতে বেরিয়ে গুলিতে নিহত হন। পরদিন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
আমোদ আলী বলেন, ‘ছেলে বাঁচার জন্য টাকা উপার্জন করতে ঢাকায় গিয়েছিল। কোনো রাজনীতি করত না। কোনো মিছিল-মিটিংয়ে যায়নি। তার জ্বর হয়েছিল। তাই ওষুধ কিনতে বাইরে গেলে কেন গুলি করে মারা হলো আমার ছেলেকে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
অপর দিকে গুলিতে নিহত অটোমোবাইল প্রকৌশলী রাকিবুল হাসানের (২৭) লাশ ২০ জুলাই গ্রামে পৌঁছালে সেদিনই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাকিবুলের বাবা আবু বক্কর সিদ্দিকী বিমানবাহিনীর চাকরি থেকে অবসর নিয়েছেন। আবু বক্করের ইচ্ছা ছিল, এক ছেলেকে প্রকৌশলী বানাবেন। বড় ছেলে ইকবাল হোসেন পড়ালেখা শেষে সোনালী ব্যাংকে চাকরি নেন। তাই বাবার ইচ্ছাপূরণে রাকিবুল দিনরাত পড়ালেখা করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি)। সেখান থেকে পাস করে অটোমোবাইল প্রকৌশলী হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন।
রাকিবুলের বড় ভাই ইকবাল হোসেন বলেন, রাকিবুল কোনো দিনও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা মিছিল-মিটিংয়ে জড়িত ছিলেন না। এমনকি কোটা সংস্কার আন্দোলনের কোনো মিছিল-মিটিংয়েও তিনি যাননি। মৃত্যুর দুই দিন আগে তিনি বাসায় ফোন দিয়ে সবার সঙ্গে কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘ঢাকার পরিস্থিতি ভালো না। আন্দোলন-সংগ্রাম চলছে। আমরা তাকে সাবধানে থাকতে বলেছিলাম। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। পরে শুক্রবার রাতে ওর কলিগরা জানায়, রাকিবুল একটা কাজে সন্ধ্যায় বাসার নিচে নামলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সেখানে কীভাবে কী ঘটেছিল, আমরা কিছুই জানি না।’
ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় গুলিতে ঝিনাইদহের এক প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের প্রকৌশলী রাকিবুল হাসান (২৭) এবং শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির হোসেন (২২)।
সাব্বিরের ফুফাতো ভাই তন্ময় আহম্মেদ বলেন, সাব্বিরের বাবা আমোদ আলীর নিজের কোনো কৃষিজমি না থাকায় অন্যের
জমিতে কাজ করে সংসার চালান। অভাবের সংসারে ঠিকমতো পড়ালেখা করতে পারেননি সাব্বির। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের হাল ধরতে তিনি ঢাকায় যান। ছোট একটি কোম্পানিতে কাজ করছিলেন। কিন্তু ১৮ জুলাই ঢাকার উত্তরায় সাব্বির ওষুধ কিনতে বেরিয়ে গুলিতে নিহত হন। পরদিন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
আমোদ আলী বলেন, ‘ছেলে বাঁচার জন্য টাকা উপার্জন করতে ঢাকায় গিয়েছিল। কোনো রাজনীতি করত না। কোনো মিছিল-মিটিংয়ে যায়নি। তার জ্বর হয়েছিল। তাই ওষুধ কিনতে বাইরে গেলে কেন গুলি করে মারা হলো আমার ছেলেকে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
অপর দিকে গুলিতে নিহত অটোমোবাইল প্রকৌশলী রাকিবুল হাসানের (২৭) লাশ ২০ জুলাই গ্রামে পৌঁছালে সেদিনই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাকিবুলের বাবা আবু বক্কর সিদ্দিকী বিমানবাহিনীর চাকরি থেকে অবসর নিয়েছেন। আবু বক্করের ইচ্ছা ছিল, এক ছেলেকে প্রকৌশলী বানাবেন। বড় ছেলে ইকবাল হোসেন পড়ালেখা শেষে সোনালী ব্যাংকে চাকরি নেন। তাই বাবার ইচ্ছাপূরণে রাকিবুল দিনরাত পড়ালেখা করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি)। সেখান থেকে পাস করে অটোমোবাইল প্রকৌশলী হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন।
রাকিবুলের বড় ভাই ইকবাল হোসেন বলেন, রাকিবুল কোনো দিনও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা মিছিল-মিটিংয়ে জড়িত ছিলেন না। এমনকি কোটা সংস্কার আন্দোলনের কোনো মিছিল-মিটিংয়েও তিনি যাননি। মৃত্যুর দুই দিন আগে তিনি বাসায় ফোন দিয়ে সবার সঙ্গে কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘ঢাকার পরিস্থিতি ভালো না। আন্দোলন-সংগ্রাম চলছে। আমরা তাকে সাবধানে থাকতে বলেছিলাম। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। পরে শুক্রবার রাতে ওর কলিগরা জানায়, রাকিবুল একটা কাজে সন্ধ্যায় বাসার নিচে নামলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সেখানে কীভাবে কী ঘটেছিল, আমরা কিছুই জানি না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪