Ajker Patrika

টেইটদের মুখে ‘মধু হই হই’

তাসনীম হাসান, চট্টগ্রাম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ০৭
টেইটদের মুখে ‘মধু হই হই’

‘মধু হই হই আঁরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা’—গানটি একবার হলেও মনের অজান্তে গেয়ে ওঠেননি দেশে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সেই বিখ্যাত গানটি এবার ‘দেশ, কাল ও সীমানার গণ্ডি’ পেরিয়ে পৌঁছে গেল অস্ট্রেলীয়ের মুখেও। তিনি শন টেইট। সাবেক এই অজি পেসারও মজে গেছেন মানুষের মুখে মুখে ফেরা এই গানে।

ভিন্ন অ্যাকশনে বোলিংয়ের জন্য ক্যারিয়ারজুড়ে ‘দ্য ওয়াইল্ড থিং’ নামে পরিচিতি পাওয়া টেইট এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের বোলিং কোচের দায়িত্বে। এই ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করতে এসেই টেইট শিখছেন ‘চাটগাঁ’র আঞ্চলিক ভাষা। অবশ্য শুধু টেইট নন, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানো বেনি হাউয়েল, চ্যাডউইক ওয়ালটনরাও মজেছেন স্থানীয় ভাষায়। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও যুব বিশ্বকাপজয়ী আকবর আলীরাও চেষ্টার কমতি রাখছেন না। এই যেমন গত পরশু অনুশীলনের ছবি দিয়ে ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘পরর ম্যাচর লাই প্রস্তুতি লইদ্দি। আঁরারে বেশি গরি সাপোর্ট গরিবেন।’

দুদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে চট্টগ্রামের ভাষায় কথা বলা দেশি-বিদেশি ক্রিকেটারদের ভিডিও আপলোড করা হয়। এর পর বেশ শোরগোল পড়ে যায় অনলাইনে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত অন্তত ২৩ লাখ মানুষ দেখেছেন সেই ভিডিও।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘কাঠিন্য’ নিয়ে কম কথা চালু নেই। প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরী তো বলেই দিয়েছেন, ‘বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে।’ কিন্তু এরপরও ভিন্ন অঞ্চলের মানুষ যখন চট্টগ্রামে আসেন, ‘সেই কঠিনেরে’ ভালোবাসার চেষ্টার কমতি রাখেন না। নিজেদের মুখের প্রিয় ভাষা যখন ভিনদেশি কারও মুখে শুনতে পান, স্বাভাবিকভাবেই চট্টগ্রামের মানুষ উদ্বেলিত হয়ে যান। সে জন্যই তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে শুধুই পড়েছে ভালোবাসার কথা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির নামে চট্টগ্রাম থাকলেও সেই দলে অবশ্য বন্দরনগরীর কোনো সন্তানই নেই। এ কারণেই যেন দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের মুখ দিয়েও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বের করে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করতে সব চেষ্টাই করে যাচ্ছেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রতিষ্ঠান আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম দলটার যখন আমরা দায়িত্ব পেলাম, তখন দলে চট্টগ্রামের খেলোয়াড় হতে হবে সেই চিন্তা করিনি। বেশি ফোকাস করেছি চট্টগ্রামের জন্য একটা ভালো দল দাঁড় করানোর। এটা যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি তাই একটি ভারসাম্যপূর্ণ দলই গড়তে চেয়েছি। কেননা শেষ পর্যন্ত যদি আমরা জিতি, তাহলে সবাই বলবে চট্টগ্রামই জিতেছে।’

বিদেশি ক্রিকেটারদের মুখে মুখে চট্টগ্রামের ভাষা ছড়িয়ে দেওয়ার পেছনে যে কজনের মস্তিষ্ক কাজ করেছে তাঁদের একজন ইয়াকুব রাসেল। কলকাতার জনপ্রিয় কৌতুকানুষ্ঠান মীরাক্কেলের এই তারকা এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপকের দায়িত্বে। আজকের পত্রিকাকে ইয়াকুব রাসেল বলেন, ‘আমরা চাই চট্টগ্রামের ভাষা-সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। তারই অংশ হিসেবে টেইটদের এই ভাষা শেখানোর একটু চেষ্টা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত