Ajker Patrika

ফলের বাগান করে কোটিপতি

আনিছুর লাডলা, লালমনিরহাট
ফলের বাগান করে কোটিপতি

লালমনিরহাটে পতিত জমি ইজারা নিয়ে বিভিন্ন ফলের বাগান করে সফলতা পেয়েছেন একরামুল হক। প্রায় শূন্য হাতে কমলা-মাল্টা চাষ শুরু করে তিনি এখন কোটিপতি। তাঁকে দেখে এলাকার অনেক তরুণ ফলবাগান করতে আগ্রহী হচ্ছেন।

একরামুল হকের বাড়ি সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায়। তিনি লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম ও নীলফামারীর বিভিন্ন স্থানে মোট ৫৫ একর জায়গায় বিভিন্ন ফলের বাগান গড়ে তুলেছেন। এসব বাগানে কয়েক প্রজাতির কমলা, মাল্টা, ড্রাগনসহ ফলের গাছ লাগিয়েছেন।তাঁর উৎপাদিত ফল জেলার চাহিদা মিটিয়ে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

একরামুল হক বলেন, গাছের প্রতি প্রেম থেকে নার্সারি ব্যবসা, একপর্যায়ে অন্য ব্যক্তির পতিত জমি ইজারা নিয়ে ফলের বাগান করতে শুরু করি। ২০১৬ সালে লালমনিরহাটের হাড়িভাঙ্গায় বিমানবাহিনীর চার একর জায়গা ইজারা নিয়ে ২ হাজার ৩০০ মাল্টা ও ৫০০ কমলাগাছ লাগাই। তিন বছরের মাথায় গাছে ফল আসায় গত বছর ৭০ লাখেরও বেশি টাকা ব্যবসা করেছি।

একরামুলের বাগানগুলোতে কয়েক শ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জেলায় মাল্টা ও কমলার নতুন বাজার তৈরি হয়েছে। খুচরা ও পাইকারিভাবে বেচাকেনায় প্রতিবছর এসব বাগান থেকে কোটি টাকারও বেশি ফল উৎপাদন হচ্ছে। বাজার ভালো হওয়ায় তাঁর ব্যবসার পরিধি দিন দিন বেড়েই চলেছে।

মাল্টা বাগানে ঘুরতে আসা স্কুলশিক্ষক সরমিন আরা হক বীথি বলেন, ‘লালমনিরহাটের মতো জায়গায় এমন বাগান সত্যিই প্রশংসার। আমাদের মনে হচ্ছে ভুটানে বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছে। এমন বাগান আরও হওয়া দরকার।’ স্থানীয় অনেক তরুণ তাঁর বাগান দেখে নিজেরা বাগান করতে আগ্রহী হচ্ছেন।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান মুকুল বলেন, ‘একরামুলের ফলের বাগান দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন। এ ছাড়া দুই বছর ধরে জেলায় বিভিন্ন প্রজাতির কমলা ও মাল্টার বাগানের সংখ্যা বাড়ছে। আমরা যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতার চেষ্টা করছি, যাতে আরও উদ্যোক্তা তৈরি হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত