Ajker Patrika

চাঁদাবাজি বন্ধে অটো চালকদের ধর্মঘট

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ১৭
চাঁদাবাজি বন্ধে অটো চালকদের ধর্মঘট

যশোরের কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার অর্ধশতাধিক ইজিবাইক চালক চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘট করেছেন। গতকাল সোমবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাবলিক ময়দানে এই ধর্মঘট পালন করা হয়। এ ছাড়া উপজেলার গৌরীঘোনা এলাকায় অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইজিবাইক চালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে কেশবপুরের গৌরীঘোনা পর্যন্ত চলাচল করে ইজিবাইক। অধিকাংশ চালক ভাড়া নিয়ে ইজিবাইক চালান। ইজিবাইক চালিয়ে যে সামান্য অর্থ আয় হয়, তা দিয়ে সংসার চালাতে হয়। কিন্তু ইজিবাইকে যাত্রী নিয়ে কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে পৌঁছালে রয়নাবাজ গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান হাবু, শিশির ও আব্দুস সামাদ তাদের কাছে অবৈধ ভাবে চাঁদা দাবি করেন। প্রত্যেক ইজিবাইক চালককে প্রতিদিন গাড়ি প্রতি অন্তত ৫০ টাকা চাঁদা না দিতে হয়। তা না হলে ইজিবাইক চালকে নামিয়ে মারধর করেন চাঁদা আদায়কারীরা। এমনকি যাত্রীদের নামিয়ে খালি ইজিবাইক চুকনগরে ফিরিয়ে দেন তাঁরা। এতে ইজিবাইক চালকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রায় চালকেরা দুর্ঘটনায় পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘ভুক্তভোগী ইজিবাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত