Ajker Patrika

লেখাপড়া ছেড়ে টমেটো চাষ নিজ জমিতে বাম্পার ফলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ২০
লেখাপড়া ছেড়ে টমেটো চাষ নিজ জমিতে বাম্পার ফলন

বছরজুড়ে কৃষকেরা প্রধানত ধান ও গম চাষে সম্পৃক্ত থাকেন। অনেকে ভালো ফলন ও দামের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আগাম জাতের সবজিগুলো চাষ করেন। আবার শীত এলে বিভিন্ন সবজি চাষ নিয়ে ব্যস্ততা বাড়তে থাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃষকদের। তেমনি চলতি মৌসুমেও কৃষকেরা চাষ করছেন শীতকালীন সবজি টমেটো।

উপজেলার সদর ইউনিয়নের হাট সাজাপুর গ্রামের টমেটোচাষি আহসান হাবীব। তিনি বলেন, ‘অভাব-অনটনের সংসারে হাল ধরতে গিয়ে লেখাপড়া ছেড়ে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। কয়েক বছর ধরে অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছি।’

চলতি মৌসুমে নিজের ১৩ শতাংশ জমিতে মিন্টু জাতের টমেটো চাষের জন্য মাটি উপযুক্ত করেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত ভাদ্র মাসে মাঝামাঝি সময় বীজ বপন করেন। আর কার্তিক মাস থেকেই সেই টমেটো বিক্রি শুরু করেন। বাজার ভালো থাকায় জমি থেকেই ৪৫-৫০ টাকা দরে টমেটো পাইকারি বিক্রি হচ্ছে।

আহসান হাবীবের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, জমি প্রস্তুত, সার, বীজ, ওষুধ ও পরিচর্যা বাবদ ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে এতে। এখন পর্যন্ত ৮০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। আবহাওয়া ভালো থাকায় টমেটোতে যেন উৎপাদনের জোয়ার এসেছে। ভালো দাম ও উচ্চ ফলন হওয়ায় আশা করছেন চলতি মৌসুমে সব খরচ বাদে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ করা সম্ভব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অঞ্চলের কৃষকেরা আগাম এবং উচ্চফলনশীল জাতের টমেটোর মধ্যে মিন্টু, রংধনু ও সফল নামের জাতগুলো রোপণে বেশ আগ্রহী।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কৃষকদের সার, বীজ এবং পরামর্শের পাশাপাশি তাঁদের তদারকির জন্য মাঠপর্যায়ে নিয়োজিত টিম সার্বক্ষণিক প্রস্তুত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত