Ajker Patrika

‘মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে বিপন্ন হবে অস্তিত্ব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
‘মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে বিপন্ন হবে অস্তিত্ব’

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ‘ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানেরা কোনো দিন মরেন না, তাঁরা মৃত্যুহীন।’

গতকাল রোববার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চসিকের আয়োজনে ১৭৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

রেজাউল করিম চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘ ২১ বছর ধরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে বোঝানো ও শেখানো হয়েছে।

মেয়র বলেন, ‘স্থানীয় মুক্তিযোদ্ধাদের যদি আমরা সংবর্ধনা না দিই, তাহলে সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে না। এতে করে প্রকৃত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানা থেকে আমরা বঞ্চিত হব।’

এ সময় মেয়র স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যুদ্ধকালীন কার্যক্রম, অপারেশন ও যুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের গবেষক, লেখক ও ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ডা. জাফরউল্লাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত