দৌলতপুর ও কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোটের উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের (৪০) হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সালামের সঙ্গে থাকা মামুন নামের একজন গুরুতর আহত হন।
আহত মামুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে সালামকে হত্যার প্রতিবাদে তাঁর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কুষ্টিয়া জেলা শাখার নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা এ বিক্ষোভ করেন।
জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খান সালাম কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সালামের মৃত্যু হয়। নিহত মাহবুব খান ওরফে সালাম (৪০) আলাউদ্দিনের ছেলে আমদহ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। গত বছর এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটলে সে মামলার আসামি ছিলেন তিনি। এ নিয়ে বিরোধ আরও তীব্র হয়। গত বুধবার রাত ১১টার দিকে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পের সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বাবা আলাউদ্দিন জানান, তাঁর ছেলে উপজেলার কল্যাণপুর এলাকার কথিত তছের পীরের অনুসারী ছিলেন। সম্প্রতি একটি মহল ওই পীরের আস্তানা পুড়িয়ে দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসছিলেন সালাম। যার কারণে ওই মহলটি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মামুন জানান, আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত-পায়ের রগ কেটে রক্তাক্ত করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মাহবুব খান সালামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’
হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সালামের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁর লাশ নিয়ে তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সামনে ময়ূর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন জাসদের কুষ্টিয়া জেলা শাখার নেতা-কর্মীরা। জাতীয় যুব জোট সংগঠনটি জাসদের একটি সহযোগী সংগঠন।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় যুব জোটে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা কারশেদ আলমসহ জেলা জাসদের নেতারা।
বক্তারা সালামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাঁদের বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোটের উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের (৪০) হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সালামের সঙ্গে থাকা মামুন নামের একজন গুরুতর আহত হন।
আহত মামুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে সালামকে হত্যার প্রতিবাদে তাঁর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কুষ্টিয়া জেলা শাখার নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা এ বিক্ষোভ করেন।
জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খান সালাম কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সালামের মৃত্যু হয়। নিহত মাহবুব খান ওরফে সালাম (৪০) আলাউদ্দিনের ছেলে আমদহ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। গত বছর এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটলে সে মামলার আসামি ছিলেন তিনি। এ নিয়ে বিরোধ আরও তীব্র হয়। গত বুধবার রাত ১১টার দিকে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পের সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বাবা আলাউদ্দিন জানান, তাঁর ছেলে উপজেলার কল্যাণপুর এলাকার কথিত তছের পীরের অনুসারী ছিলেন। সম্প্রতি একটি মহল ওই পীরের আস্তানা পুড়িয়ে দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসছিলেন সালাম। যার কারণে ওই মহলটি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মামুন জানান, আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত-পায়ের রগ কেটে রক্তাক্ত করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মাহবুব খান সালামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’
হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সালামের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁর লাশ নিয়ে তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সামনে ময়ূর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন জাসদের কুষ্টিয়া জেলা শাখার নেতা-কর্মীরা। জাতীয় যুব জোট সংগঠনটি জাসদের একটি সহযোগী সংগঠন।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় যুব জোটে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা কারশেদ আলমসহ জেলা জাসদের নেতারা।
বক্তারা সালামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাঁদের বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে