সাতক্ষীরা ও পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরায় স্ত্রী শিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কার্তিক ঘোষ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুক না দেওয়ায় শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগ ওঠে শিপ্রার স্বামী কার্তিক ঘোষসহ কার্তিকের মা ও বোনেদের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন শিপ্রার মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। পাটকেলঘাটা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, কার্তিকের মা যূথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামি করে একই বছরের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারি এ মামলার চার্জ গঠন করা হয়। দীর্ঘ ১১ বছর পর ১৮ জন সাক্ষী সাক্ষ্য বিবেচনা করে গতকাল আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
রায় শুনে মামলার বাদী নমিতা ঘোষ বলেন, ‘আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ছয়জন জড়িত। অথচ ফাঁসির আদেশ দেওয়া হলো একজনের। সে কারণে রায়ে আমি খুশি না।’
রাষ্ট্রপক্ষের কৌশলী জহুরুল হায়দর বাবু বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ মামলার প্রধান আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে।’ তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।
সাতক্ষীরায় স্ত্রী শিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কার্তিক ঘোষ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুক না দেওয়ায় শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগ ওঠে শিপ্রার স্বামী কার্তিক ঘোষসহ কার্তিকের মা ও বোনেদের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন শিপ্রার মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। পাটকেলঘাটা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, কার্তিকের মা যূথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামি করে একই বছরের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারি এ মামলার চার্জ গঠন করা হয়। দীর্ঘ ১১ বছর পর ১৮ জন সাক্ষী সাক্ষ্য বিবেচনা করে গতকাল আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
রায় শুনে মামলার বাদী নমিতা ঘোষ বলেন, ‘আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ছয়জন জড়িত। অথচ ফাঁসির আদেশ দেওয়া হলো একজনের। সে কারণে রায়ে আমি খুশি না।’
রাষ্ট্রপক্ষের কৌশলী জহুরুল হায়দর বাবু বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ মামলার প্রধান আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে।’ তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪