রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শনিবার দিবসটি পালন করা হয়। দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান পুষ্পস্তবক নিয়ে। সকালেও শহীদ মিনারে শ্রদ্ধা জানান অনেকে।
জেলা প্রশাসন: সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। এরপর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উচ্চপদস্থ কর্মকর্তারা। কুচকাওয়াজে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ নগরীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক একটি আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদী, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসা তালুকদার ও জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাগরণের গান প্রচারের ব্যবস্থা করে রাজশাহী নগর আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিচার বিভাগ: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের নেতৃত্বে সব বিচারক ও কর্মচারীরা সকালে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন। এরপর জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। কেক কাটার পর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম। উপস্থিত ছিলেন রাজশাহীর জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ, শ্রম আদালতের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক মো. লিয়াকত আলী মোল্লাসহ রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারকেরা।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে সকালে শহীদ মিনারে ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপাচার্য। পরে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ, ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল খেলা। বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনে পোস্টার প্রদর্শনী, শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আন্তছাত্রী হল বিতর্ক প্রতিযোগিতা ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্য রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তারা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক কামিল বুরহান ফিরদৌস উপস্থিত ছিলেন। পরে সকালে একটি আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে এতে ভার্চুয়ালি সংযুক্ত হন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল।
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শনিবার দিবসটি পালন করা হয়। দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান পুষ্পস্তবক নিয়ে। সকালেও শহীদ মিনারে শ্রদ্ধা জানান অনেকে।
জেলা প্রশাসন: সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। এরপর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উচ্চপদস্থ কর্মকর্তারা। কুচকাওয়াজে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ নগরীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক একটি আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদী, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসা তালুকদার ও জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাগরণের গান প্রচারের ব্যবস্থা করে রাজশাহী নগর আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিচার বিভাগ: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের নেতৃত্বে সব বিচারক ও কর্মচারীরা সকালে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন। এরপর জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। কেক কাটার পর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম। উপস্থিত ছিলেন রাজশাহীর জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ, শ্রম আদালতের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক মো. লিয়াকত আলী মোল্লাসহ রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারকেরা।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে সকালে শহীদ মিনারে ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপাচার্য। পরে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ, ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল খেলা। বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনে পোস্টার প্রদর্শনী, শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আন্তছাত্রী হল বিতর্ক প্রতিযোগিতা ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্য রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তারা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক কামিল বুরহান ফিরদৌস উপস্থিত ছিলেন। পরে সকালে একটি আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে এতে ভার্চুয়ালি সংযুক্ত হন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে