Ajker Patrika

নেত্রকোনায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ২০
নেত্রকোনায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

নেত্রকোনায় মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বই মেলা শুরু হয়। চলবে আগামীকাল ২ জানুয়ারি পর্যন্ত।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকার সাধারণ গ্রন্থাগার চত্বরে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ সার্বিক সহযোগিতা করছে। মেলায় ৩০টি স্টল রয়েছে। এ উপলক্ষে এক আলোচনাসভা হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন। সঞ্চালনা করে সাধারণ গ্রন্থাগারের সদস্য চিন্ময় তালুকদার।

আলোচনা করেন-জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, অধ্যাপক মতীন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলামিন হোসাইন।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান বলেন, বই মানুষকে বিকশিত করে। মানুষকে মানুষ হতে সাহায্য করে। এই চারদিনব্যাপী বইমেলার মধ্যে দিয়ে পাঠকেরা তাদের পছন্দের বই কিনতে পারবেন। এটা বইমেলাকে কেন্দ্র করে সামাজিক একটি মেলবন্ধনও সৃষ্টি হবে।

অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। তাকে চর্চার মধ্যে দিয়ে ধীরে ধীরে মানুষ হতে হয়। আর এই মানুষ হওয়ার জন্য বইয়ের বিকল্প কোনো কিছু নেই। তাই এই বইমেলা সফল ও সমৃদ্ধ হোক এই কামনা করছি।

আলোচনা শেষে বইমেলার প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

মেলায় বই কিনতে আসা তাসমিয়া তহুরা বলেন, আমি সবসময়েই বই কিনি। ফেব্রুয়ারিতে বই কিনতে ঢাকায়ও যাই। এখানে বই মেলা হচ্ছে। এটা ফেসবুকে দেখেই বই কিনতে চলে এসেছি। অনেকের সঙ্গে দেখা হয়েছে। ভালো লাগছে।

রুপক লাইব্রেরির কর্ণধার মো. ফরিদুল ইসলাম রুপক বলেন, প্রচারণা কম হয়েছে। তাই ক্রেতাও কম। সবেমাত্র উদ্বোধন হয়েছে। আশা করছি। ভালোই বই বিক্রি হবে।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চারদিনব্যাপী বইমেলা প্রসঙ্গে সাধারণ গ্রন্থাগার কার্যনির্বাহী কমিটির সদস্য পল্লব চক্রবর্তী বলেন, ডিজিটাল এই যুগে তরুণেরা যখন শুধুই স্মার্টফোন নিয়ে ব্যস্ত, তখন এই বইমেলা খুবই সময় উপযোগী।

বইমেলার উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা সাতটায় সাধারণ গ্রন্থাগার চত্বরে উদীচী, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমির পরিচালনায় নৃত্য ও গান পরিবেশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত