Ajker Patrika

রায়পুরায় মসলার বাজারে ভিড়, দামও বেশি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৫: ২৯
রায়পুরায় মসলার বাজারে  ভিড়, দামও বেশি

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য পশুর হাটের পাশাপাশি সারা দেশের মতো নরসিংদীর রায়পুরায় জমে উঠেছে মসলার বাজার। উপজেলার বিভিন্ন বাজারে চলছে মসলার বেচাকেনা। মসলা বিক্রেতারা বলছেন, সারা বছর মসলার বাজারে এমন ভিড় না থাকলেও ঈদুল আজহায় মাংস বেশি রান্না হয় বলে মসলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রতি বছর এ সময় তাঁদের আয়ও ভালো হয়।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, মসলার বাজারে মানুষের ভিড়। প্রতিটি হাটে মসলার স্থায়ী দোকানের পাশাপাশি ফুটপাতে বসেছে অনেক অস্থায়ী দোকান। জিরা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, আদা, রসুন, পেঁয়াজ ও শুকনা মরিচ কিনতে দরদাম করছেন ক্রেতারা।

শ্রীরামপুর বাজারে মসলা কিনতে আসা মজনু, সালাম, কপিল, সালমানসহ অনেকে জানান, গত বছরের তুলনায় এ বছর মসলার দাম একটু বেশি। এ বছর জিরা, লবঙ্গ, এলাচি, দারুচিনিসহ বেশ কিছু মসলার দাম বেশি। তবুও কিনতে হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও মসলার দাম বেড়েছে।

ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গত বছরের চেয়ে কিছু মসলার দাম এবার কম, আবার কিছু মসলার দাম বেশি। যেমন এবার এলাচি, জিরা, দারুচিনির দাম খানিকটা বেশি।

ব্যবসায়ী আবদুল বাছেদ বলেন, ‘আমরা বেশি দামে কিনে আনছি, তাই বেশি দামে বিক্রি করছি। তবে যেগুলোর দাম কম আছে, আমরা সেগুলো কম দামেই বিক্রি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত