নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকারের দেওয়া ১১ বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে মাঠে ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত প্রথম দিনের অভিযানে মামলা, জরিমানা ও মাস্ক পরিধানে সতর্কতা করে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করতে দেখা যায় থানা-পুলিশের সদস্যদের।
রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টার এক অভিযানে বিভিন্ন পরিবহন ও পথচারীদের মাস্ক পরতে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি যাঁরা মাস্ক ছাড়া বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জরিমানা ও সতর্কতা করা হয়। প্রথম দিনের শাহবাগের অভিযানে মাস্ক না পরায় ১১টি মামলা দেওয়া হয়েছে। ১১ মামলার বিপরীতে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস বলেন, ‘সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করছি। মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার কারণে ১১ জনের বিরুদ্ধে সংক্রামক আইনে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তা ছাড়া, আমরা স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করেছি। তবে বেশির ভাগ মানুষের সঙ্গে মাস্ক থাকলেও সেগুলো ছিল থুতনিতে, কেউ রেখেছেন পকেটে।’
এদিকে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ১১ দফা নির্দেশনার প্রথমটিতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাঁকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে বিধিনিষেধ মানাতে কাজ করছে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের মাইকিং অভিযান: দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে জারি করা বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীতে ঢিলেঢালা ভাব দেখা গেছে। তবে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করতে দেখা যায় থানা-পুলিশের সদস্যদের। ঢাকা মহানগর পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম দিন সফট অ্যাপ্রোচের (নমনীয় অবস্থান) মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। তাতে কাজ না হলে আইন প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, মগবাজার, শাহবাগ, সেগুনবাগিচা এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ গত কয়েক দিনের তুলনায় বেশি মাস্ক পরেছেন। তবে বেশির ভাগই মাস্ক পরেননি।
ডিএমপি জানিয়েছে, প্রতিটি থানায় নিয়মিত ডিউটির পাশাপাশি একটি করে টিম স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে। তাদের সঙ্গে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, বাজার বা শপিংমলে সবাই যাতে মাস্ক পরে, তা নিশ্চিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগত ক্রেতাদের সচেতন করার পাশাপাশি মার্কেট কমিটি যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
ইফতেখার বলেন, ‘আমরা থানায় আগত সকলকে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিসট্যান্স (শারীরিক দূরত্ব) মেনে চলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। মার্কেট, বাজার কমিটির সঙ্গে বৈঠক করেছি আমরা। তারাও যেন ভেতরে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা রাখে এবং নিজেরাও যাতে তদারকি করে, সে ব্যাপারে ভালো করে বলে দেওয়া হয়েছে সবাইকে।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিটি থানা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত ডিউটির পাশাপাশি একটি টিম থানা এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে টহল দিচ্ছে।’
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকারের দেওয়া ১১ বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে মাঠে ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত প্রথম দিনের অভিযানে মামলা, জরিমানা ও মাস্ক পরিধানে সতর্কতা করে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করতে দেখা যায় থানা-পুলিশের সদস্যদের।
রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টার এক অভিযানে বিভিন্ন পরিবহন ও পথচারীদের মাস্ক পরতে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি যাঁরা মাস্ক ছাড়া বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জরিমানা ও সতর্কতা করা হয়। প্রথম দিনের শাহবাগের অভিযানে মাস্ক না পরায় ১১টি মামলা দেওয়া হয়েছে। ১১ মামলার বিপরীতে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস বলেন, ‘সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করছি। মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার কারণে ১১ জনের বিরুদ্ধে সংক্রামক আইনে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তা ছাড়া, আমরা স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করেছি। তবে বেশির ভাগ মানুষের সঙ্গে মাস্ক থাকলেও সেগুলো ছিল থুতনিতে, কেউ রেখেছেন পকেটে।’
এদিকে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ১১ দফা নির্দেশনার প্রথমটিতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাঁকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে বিধিনিষেধ মানাতে কাজ করছে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের মাইকিং অভিযান: দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে জারি করা বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীতে ঢিলেঢালা ভাব দেখা গেছে। তবে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করতে দেখা যায় থানা-পুলিশের সদস্যদের। ঢাকা মহানগর পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম দিন সফট অ্যাপ্রোচের (নমনীয় অবস্থান) মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। তাতে কাজ না হলে আইন প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, মগবাজার, শাহবাগ, সেগুনবাগিচা এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ গত কয়েক দিনের তুলনায় বেশি মাস্ক পরেছেন। তবে বেশির ভাগই মাস্ক পরেননি।
ডিএমপি জানিয়েছে, প্রতিটি থানায় নিয়মিত ডিউটির পাশাপাশি একটি করে টিম স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে। তাদের সঙ্গে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, বাজার বা শপিংমলে সবাই যাতে মাস্ক পরে, তা নিশ্চিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগত ক্রেতাদের সচেতন করার পাশাপাশি মার্কেট কমিটি যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
ইফতেখার বলেন, ‘আমরা থানায় আগত সকলকে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিসট্যান্স (শারীরিক দূরত্ব) মেনে চলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। মার্কেট, বাজার কমিটির সঙ্গে বৈঠক করেছি আমরা। তারাও যেন ভেতরে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা রাখে এবং নিজেরাও যাতে তদারকি করে, সে ব্যাপারে ভালো করে বলে দেওয়া হয়েছে সবাইকে।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিটি থানা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত ডিউটির পাশাপাশি একটি টিম থানা এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে টহল দিচ্ছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে