ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্ক

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৫
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮

পাইকগাছায় ছাত্রলীগের কমিটি নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা বিতর্কে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। সদ্য ঘোষিত পৌর ও উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এ বছরের ৯ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১৬ সদস্যের পৌর ও ২১ সদস্যের উপজেলা ছাত্রলীগের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর পরই ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে পদবঞ্চিতরা কমিটি বাতিলের জন্য বিক্ষোভ করেন। অন্যদিকে নবগঠিত আহ্বায়ক কমিটি দলীয় কার্যালয় অভিনন্দন জানাতে আসার সময় পদবঞ্চিতদের পাল্টাপাল্টি ধাওয়ায় ৩ জন আহত হন, ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল।

আরও জানা গেছে, গত ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ৩ নেতার নাম ব্যবহার করে ওই দুই কমিটির বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে কয়েকটি আঞ্চলিক সংবাদ পত্রে খবর প্রকাশ করা হয়। যে তিন নেতার নাম উল্লেখ করা হয় তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহসভাপতি সমীরণ সাধু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। সংবাদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সাধুর মতামত না নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি তাঁর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিষয়টি নিয়ে পাইকগাছায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, ‘জেলা পর্যায়ের নেতারা বহিরাগতদের বাদ দিয়ে প্রকৃত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেছেন। পদবঞ্চিত পক্ষের রায়হান পারভেজ রনি বলেন, ‘প্রকৃত ছাত্রদের নাম বাদ দিয়ে অছাত্র ও মাদকসেবীদের নিয়ে কমিটি ঘোষণা করায় তা বাতিলে দাবি করে প্রতিবাদ সভা সমাবেশ করে যাচ্ছি।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সাধু বলেন, ‘দলের বিষয়ে আমার কথা স্পষ্ট। শেখ পরিবার ও দলের শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত নেবেন তার বাইরে আমি না। গত ২০ ডিসেম্বর কে বা কারা আমাকে না জানিয়ে আমার নাম ব্যবহার করে নব-গঠিত ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে যে প্রতিবেদন ছাপিয়েছেন আমি তাঁর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটিতে বিএনপি এবং জামায়াতের কোনো লোক নেই। প্রকৃত ছাত্র এবং ত্যাগীদের নিয়ে কমিটি গঠন হওয়ায় জেলা ছাত্রলীগের নেতাদের ধন্যবাদ জানিয়ে নতুন কমিটিকে আমরা অভিনন্দিত করেছি। যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত