Ajker Patrika

আবারও আসছে ‘ওয়েলকাম’

বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
আবারও আসছে  ‘ওয়েলকাম’

‘ওয়েলকাম’ জানাতে ফের পর্দায় হাজির হচ্ছেন অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল। এ নিয়ে তৃতীয়বার। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তিন নম্বর ছবি এটি। ২০২২-এর মাঝামাঝি থেকেই ছবির শুটিং শুরু হবে। তিন নম্বর ছবিতেও থাকছে ‘মজনু ভাই’, ‘উদয় ভাই’ ও ‘ডা. ঘুঙরু’র মতো জনপ্রিয় চরিত্রগুলো।

বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ছবির চিত্রনাট্যের কাজ চলছে। অনিল, নানা, পরেশ রাওয়ালদের পাশাপাশি এবার আরও একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। তৃতীয় কিস্তিতে কমেডির সঙ্গে জুড়ে থাকবে ভরপুর অ্যাকশন। অর্থাৎ ‘ওয়েলকাম ৩’ হতে চলেছে পুরোপুরি অ্যাকশন কমেডি ছবি ।

২০০৭ সালে আনিস বাজমি পরিচালিত সিরিজের প্রথম ছবি ‘ওয়েলকাম’ মুক্তি পেয়েছিল। সেই ছবিতে অনিল কাপুর, নানা পাটেকর, পরেশ রাওয়াল ছাড়াও ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। মৃত্যুর আগে বলিউড অভিনেতা ফিরোজ খান অভিনীত শেষ ছবি ছিল এটি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবির সিক্যুয়েল ‘ওয়েলকাম ২’। পরিচালনায় ছিলেন আনিস। কিন্তু দেখা পাওয়া যায়নি অক্ষয় কিংবা ক্যাটরিনার। বদলে মূল চরিত্রে হাজির হয়েছিলেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান। যোগ দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ-ও। তবে ‘মজনু ভাই’, ‘উদয় ভাই’ ও ‘ডা. ঘুঙরু’ ছিলেন ঠিকঠাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত