আজকের পত্রিকা ডেস্ক
করোনার কারণে বড় উৎসব না হলেও বছরের প্রথম দিন বই হাতে পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে সীমিত পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়।
নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডার গার্ডেন স্কুল, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর সিলেট বিভাগের চার জেলায় প্রায় ২ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক জাহাঙ্গীর কবির জানান, বিভাগে এ বছর মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ১২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ১৪ লাখ ৮৭ হাজার, মাদ্রাসার জন্য ৪১ লাখ ৬০ হাজার এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। ইতিমধ্যে মাধ্যমিকের প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বইও কিছুদিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুসলেম উদ্দিন জানান, প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি শাখার প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭২ লাখ ৯৫ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ৪ লাখ ৯৬ হাজার ২৩০টি এবং প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের মধ্যে মোট ৬৭ লাখ ৯৯ হাজার ৬৬৬টি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ির জন্য মোট চাহিদার প্রায় ৮২ ভাগ বই বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
বিশ্বনাথ: নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। গতকাল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এ সময় নুসরাত জাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহাকারী প্রধান শিক্ষক আব্দুল বারি, শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
গোয়াইনঘাট: জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সায়াদ আলি সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর সাধারণ সম্পাদক
করোনার কারণে বড় উৎসব না হলেও বছরের প্রথম দিন বই হাতে পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে সীমিত পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়।
নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডার গার্ডেন স্কুল, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর সিলেট বিভাগের চার জেলায় প্রায় ২ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক জাহাঙ্গীর কবির জানান, বিভাগে এ বছর মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ১২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ১৪ লাখ ৮৭ হাজার, মাদ্রাসার জন্য ৪১ লাখ ৬০ হাজার এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। ইতিমধ্যে মাধ্যমিকের প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বইও কিছুদিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুসলেম উদ্দিন জানান, প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি শাখার প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭২ লাখ ৯৫ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ৪ লাখ ৯৬ হাজার ২৩০টি এবং প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের মধ্যে মোট ৬৭ লাখ ৯৯ হাজার ৬৬৬টি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ির জন্য মোট চাহিদার প্রায় ৮২ ভাগ বই বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
বিশ্বনাথ: নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। গতকাল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এ সময় নুসরাত জাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহাকারী প্রধান শিক্ষক আব্দুল বারি, শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
গোয়াইনঘাট: জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সায়াদ আলি সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর সাধারণ সম্পাদক
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে