Ajker Patrika

আ.লীগ সভাপতি সম্পাদকের স্বাক্ষর জাল করে অপপ্রচার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
আ.লীগ সভাপতি সম্পাদকের স্বাক্ষর জাল করে অপপ্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের স্বাক্ষর জাল করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

জানা গেছে, তৃতীয় ধাপে উপজেলার ১০টি ইউনিয়নে ইউপি নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে আনোয়ার পারভেজ রুবন এবং গোপালনগরে শাহ আলম পরাজিত হয়েছেন।

‘ওই দুই প্রার্থী নিজেদের ভোটকেন্দ্রে পরাজিত হওয়ায় তাঁদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো’ মর্মে ফেসবুকে উপজেলা আওয়ামী লীগের প্যাডে লিখিত বিজ্ঞপ্তির ছবি প্রকাশ হয়। স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী নিজেদের ফেসবুক ওয়ালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটি উপজেলা আওয়ামী লীগের একটি প্যাড ব্যবহার করে তাঁদের স্বাক্ষর ও সিল স্ক্যান করে ওই প্যাডে বসানো হয়েছে। সেটির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। ভান্ডারবাড়ী ও গোপালনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুজনকে বহিষ্কারের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা ওই গুজব ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত