কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্বাচনী প্রচার। গত বুধবার নির্বাচন কমিশন নির্দেশ দেয়, বাহাউদ্দীন বাহার তাঁর নিজ এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তাঁকে নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলা হয়। এ নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাহার। গতকাল বৃহস্পতিবার নগরজুড়ে আলোচনা শীর্ষে ছিল এসব বিষয়।
কুসিক নির্বাচনে প্রচারের জন্য বাকি আছে মাত্র চার দিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারের গতি ততই বাড়ছে। গতকাল বৃষ্টি উপেক্ষা করেই বিরামহীন প্রচারে মাঠে নামেন মেয়র প্রার্থীরা। থেমে নেই তাঁদের স্ত্রী ও স্বজনেরাও।
গতকাল সকালে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমহনী থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে ১৪ নম্বর ওয়ার্ড থিরা পুকুরপাড়ে গণসংযোগ করেন। বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ ছাড়া সাক্কুর স্ত্রী জেসমিন আফরোজা টিকলি গতকাল বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি, সালমানপুর নোয়াবাড়িতে, ২৩ নম্বর ওয়ার্ডের জয়পুর দক্ষিণ সমিতির মাঠে, মনিপুর ও হালিমা চৌমহনীতে বৈঠকে করেন।
গণসংযোগ ও পথসভায় মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নানান হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বহিরাগতদের জড়ো করার চেষ্টা করা হচ্ছে। মহানগরের বাইরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে লোক এনে ভোটকেন্দ্রের সামনে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সদর আসনের সংসদ সদস্য বাহারের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বাহারকে নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত গতকাল বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাউবন্দ এলাকায় পথসভা করেন, সন্ধ্যায় গোয়াল মথন এলাকায় উঠান বৈঠক করেন। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরী, কালিরবাজার, চৌযারা, গোয়ালপথন এলাকায় পথসভা করেন। এ ছাড়া রিফাতের স্ত্রী ফারহানা হক শিল্পী নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আরব ইন্টারন্যাশনাল স্কুল, ৩ নম্বর ওয়ার্ডের এন আর স্কুল ও দক্ষিণ চর্থা এলাকায় উঠান বৈঠক করেন।
পথসভায় আরফানুল হক রিফাত বলেন, ‘নির্বাচন কমিশন বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। তিনি নির্বাচনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না। নির্বাচন কমিশনের এ নির্দেশের বিরুদ্ধে বাহার ভাই হাই কোর্টে রিট করেছেন। সেই রিট হাই কোর্ট খারিজ করে দিয়েছেন এবং বাহার কেন নির্বাচনী প্রচারে থাকতে পারবেন না তার জবাবদিহি করতে বলা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনকে শোকজ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাহার ভাই নির্বাচনী মাঠে থাকবেন।’
এদিকে কুসিক নির্বাচনের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকালে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড তেলিকোনা চৌমুহনী পার্কের সামনে থেকে গণসংযোগ শুরু করেন, বেলা ৩টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া মজুমদার বাড়িতে উঠান বৈঠক করেন। বিকেলে শাসনগাছা ও আলেখারচর ওষুধের মার্কেটে গণসংযোগ, সন্ধ্যায় ২১ নম্বর ওয়ার্ডের ইয়াসিন মার্কেটে উঠান বৈঠক করেন।
উঠান বৈঠক ও পথসভায় নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সদর আসনের সংসদ সদস্য এখনো নিজ এলাকায় অবস্থান করছেন।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়রসহ ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১০ জন এবং সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনী প্রচারের জন্য আর মাত্র ৪ দিন সময় বাকি রয়েছে। ১৫ জুন হবে ভোট গ্রহণ।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্বাচনী প্রচার। গত বুধবার নির্বাচন কমিশন নির্দেশ দেয়, বাহাউদ্দীন বাহার তাঁর নিজ এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তাঁকে নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলা হয়। এ নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাহার। গতকাল বৃহস্পতিবার নগরজুড়ে আলোচনা শীর্ষে ছিল এসব বিষয়।
কুসিক নির্বাচনে প্রচারের জন্য বাকি আছে মাত্র চার দিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারের গতি ততই বাড়ছে। গতকাল বৃষ্টি উপেক্ষা করেই বিরামহীন প্রচারে মাঠে নামেন মেয়র প্রার্থীরা। থেমে নেই তাঁদের স্ত্রী ও স্বজনেরাও।
গতকাল সকালে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমহনী থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে ১৪ নম্বর ওয়ার্ড থিরা পুকুরপাড়ে গণসংযোগ করেন। বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ ছাড়া সাক্কুর স্ত্রী জেসমিন আফরোজা টিকলি গতকাল বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি, সালমানপুর নোয়াবাড়িতে, ২৩ নম্বর ওয়ার্ডের জয়পুর দক্ষিণ সমিতির মাঠে, মনিপুর ও হালিমা চৌমহনীতে বৈঠকে করেন।
গণসংযোগ ও পথসভায় মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নানান হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বহিরাগতদের জড়ো করার চেষ্টা করা হচ্ছে। মহানগরের বাইরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে লোক এনে ভোটকেন্দ্রের সামনে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সদর আসনের সংসদ সদস্য বাহারের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বাহারকে নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত গতকাল বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাউবন্দ এলাকায় পথসভা করেন, সন্ধ্যায় গোয়াল মথন এলাকায় উঠান বৈঠক করেন। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরী, কালিরবাজার, চৌযারা, গোয়ালপথন এলাকায় পথসভা করেন। এ ছাড়া রিফাতের স্ত্রী ফারহানা হক শিল্পী নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আরব ইন্টারন্যাশনাল স্কুল, ৩ নম্বর ওয়ার্ডের এন আর স্কুল ও দক্ষিণ চর্থা এলাকায় উঠান বৈঠক করেন।
পথসভায় আরফানুল হক রিফাত বলেন, ‘নির্বাচন কমিশন বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। তিনি নির্বাচনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না। নির্বাচন কমিশনের এ নির্দেশের বিরুদ্ধে বাহার ভাই হাই কোর্টে রিট করেছেন। সেই রিট হাই কোর্ট খারিজ করে দিয়েছেন এবং বাহার কেন নির্বাচনী প্রচারে থাকতে পারবেন না তার জবাবদিহি করতে বলা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনকে শোকজ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাহার ভাই নির্বাচনী মাঠে থাকবেন।’
এদিকে কুসিক নির্বাচনের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকালে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড তেলিকোনা চৌমুহনী পার্কের সামনে থেকে গণসংযোগ শুরু করেন, বেলা ৩টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া মজুমদার বাড়িতে উঠান বৈঠক করেন। বিকেলে শাসনগাছা ও আলেখারচর ওষুধের মার্কেটে গণসংযোগ, সন্ধ্যায় ২১ নম্বর ওয়ার্ডের ইয়াসিন মার্কেটে উঠান বৈঠক করেন।
উঠান বৈঠক ও পথসভায় নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সদর আসনের সংসদ সদস্য এখনো নিজ এলাকায় অবস্থান করছেন।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়রসহ ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১০ জন এবং সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনী প্রচারের জন্য আর মাত্র ৪ দিন সময় বাকি রয়েছে। ১৫ জুন হবে ভোট গ্রহণ।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে