পরিবেশ উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৭
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৩

যশোরের কেশবপুরে তালের চারা উত্তোলন, রোপণ কৌশল ও পরিবেশ উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বিজ্ঞান প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেলেও বজ্রপাত সুরক্ষায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় দেশে তাল গাছ রোপণের মধ্য দিয়েই বজ্রপাতে মৃত্যুর ঘটনা কমানোর চেষ্টা করা হচ্ছে। গত দশ বছরে প্রায় ২ হাজার ৭৫৩ জন ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। বজ্রপাত প্রবণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু সে হিসেব প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা নেই। বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পরিবেশ উন্নয়নে তালের চারা রোপণের বিকল্প নেই।

খুলনার বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকির সভাপতিত্বে কর্মশালায়টি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানি, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত