Ajker Patrika

গাংনীতে ২টি বাঘডাশা উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
গাংনীতে ২টি বাঘডাশা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রাম থেকে দুটি বাঘডাশা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার হাড়িয়াদহ মূখ্যচারার মাঠ থেকে এই বাঘডাশা দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন চাষি মাঠে যাওয়ার সময় বাঘডাশা সাদৃশ্য ডোরাকাটা দুটি বাচ্চা দেখতে পান। পরে খবর পেয়ে আরও লোকজন এসে বাচ্চা দুটি উদ্ধার করেন। এদের মধ্যে একটি বাচ্চা মারা যায়। অপরটি জীবিত রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার রাতে হাড়িয়াদহ গ্রামে অচেনা প্রাণীর আক্রমণের জখম হয়েছে চারটি ছাগল। ছাগল মালিক নায়েব আলী বলেন, ‘রাতে ছাগলের ছটফট শব্দ শুনে দৌড়ে ছাগলের ঘরে পৌঁছাতেই একটি অচেনা প্রাণী পালিয়ে যায়। এ সময় আমার একটি ছাগলের গলায় কামড়ানোর দাগ ও রক্ত দেখা যায়। গ্রামের আরও তিনজনের তিনটি ছাগলের একই অবস্থা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বাঘডাশার আক্রমণেই ছাগলগুলো জখম হয়েছে।’

খবর পেয়ে গাংনী থানার পুলিশ ও গাংনী উপজেলা বন বিভাগের দুটি দল বাঘডাশার জীবিত থাকা বাচ্চাটিকে নিয়ে গেছে। মৃত বাচ্চাটিকে স্থানীয়দের সহায়তায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পরে জীবিত বাচ্চাটির স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ থাকলে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত