চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মৃত আকুব্বর মল্লিকের ছেলে মোবারক মল্লিক (৫২), দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর অস্কারপাড়ার এনামুল হক পিংকির স্ত্রী তসলিমা খাতুন (২৫) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে পাঞ্জাব মীর (৬০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। পরে মোবারক মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম, তসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম এবং পাঞ্জাব মীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
সূত্রে আরও জানা যায়, গাঁজাসহ আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে মোবারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা, তসলিমাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং পাঞ্জাবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মৃত আকুব্বর মল্লিকের ছেলে মোবারক মল্লিক (৫২), দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর অস্কারপাড়ার এনামুল হক পিংকির স্ত্রী তসলিমা খাতুন (২৫) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে পাঞ্জাব মীর (৬০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। পরে মোবারক মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম, তসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম এবং পাঞ্জাব মীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
সূত্রে আরও জানা যায়, গাঁজাসহ আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে মোবারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা, তসলিমাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং পাঞ্জাবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪