আজকের পত্রিকা ডেস্ক
অবৈধভাবে চলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পঞ্চগড়: মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার তিনটি ক্লিনিক ও একটি নরমাল ডেলিভারি সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো রওশন ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, আদর্শ ক্লিনিক, নিউ আদর্শ ক্লিনিক ও নরমাল ডেলিভারি সেন্টার। এ ছাড়া আইডিয়াল ক্লিনিককে এক মাসের মধ্যে কাগজপত্র নবায়নের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, পর্যায়ক্রমে জেলার সব অনুমোদনহীন ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
লালমনিরহাট: লালমনিরহাটে পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র না থাকায় জেলা শহরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পেইন ক্লিনিক সিলগালা করা হয়। কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শহরের পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ক্লিনিক, আকাশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লালমনি প্যাথলজি অ্যান্ড আল্ট্রাসনোগ্রাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও চারজনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না।
এ সময় অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং লাইসেন্স না থাকায় নাগেশ্বরী পপুলার ও সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ খবরে রুশা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আগেভাগেই প্রতিষ্ঠানের মূল ফটকে তালা দিয়ে পালিয়ে যায়। পরে সেটিও সিলগালা করে দেওয়া হয়।
অপরদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান, আল-মামুন, নাঈম সরকারকে আটক করা হলেও আব্দুস সালাম পালিয়ে যায়।
সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে চলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পঞ্চগড়: মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার তিনটি ক্লিনিক ও একটি নরমাল ডেলিভারি সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো রওশন ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, আদর্শ ক্লিনিক, নিউ আদর্শ ক্লিনিক ও নরমাল ডেলিভারি সেন্টার। এ ছাড়া আইডিয়াল ক্লিনিককে এক মাসের মধ্যে কাগজপত্র নবায়নের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, পর্যায়ক্রমে জেলার সব অনুমোদনহীন ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
লালমনিরহাট: লালমনিরহাটে পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র না থাকায় জেলা শহরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পেইন ক্লিনিক সিলগালা করা হয়। কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শহরের পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ক্লিনিক, আকাশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লালমনি প্যাথলজি অ্যান্ড আল্ট্রাসনোগ্রাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও চারজনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না।
এ সময় অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং লাইসেন্স না থাকায় নাগেশ্বরী পপুলার ও সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ খবরে রুশা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আগেভাগেই প্রতিষ্ঠানের মূল ফটকে তালা দিয়ে পালিয়ে যায়। পরে সেটিও সিলগালা করে দেওয়া হয়।
অপরদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান, আল-মামুন, নাঈম সরকারকে আটক করা হলেও আব্দুস সালাম পালিয়ে যায়।
সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে