Ajker Patrika

অষ্টগ্রামে উন্নয়নকাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ১৭
অষ্টগ্রামে উন্নয়নকাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাত দিনের সফরে এখন কিশোরগঞ্জের রয়েছেন। সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার অষ্টগ্রাম উপজেলা সফর করেন। এ সময় তিনি অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতি ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক পথে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পৌঁছান। সড়কের অষ্টগ্রাম প্রান্তে সদ্য নির্মিত নৌ বাহিনী যুদ্ধ জাহাজ পরিদর্শন করেন। এর পর অষ্টগ্রাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি জেলা পরিষদ ডাকবাংলোতে বিশ্রাম নেন এর আগে। বেলা সাড়ে ৪টায় পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চত্বর, রাষ্ট্রপতি অতিথিশালা ও নব নির্মিত পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি এই সফরে স্থানীয় সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), রাষ্ট্রপতির দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা প্রশাসন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পর সন্ধ্যা ৭টায় অষ্টগ্রাম সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে রাষ্ট্রপতির নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে রাত্রিযাপন করার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত