হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ও সচিবের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দিতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ভাতা দেওয়ার নামে ৫০০ থেকে ৭০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও ভাতার আওতায় আনেননি বলে জানিয়েছেন কয়েকজন।
ইউপি সচিব এ ছাড়া জন্মনিবন্ধন ও নাগরিক সনদেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে।
উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৩ হাজার ৯১৭ এবং বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতার জন্য ২ হাজার ৫৮৭ জন আবেদন করেছেন। এর মধ্যে ওই ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৫৯৫ ও বিধবা ভাতার জন্য ৩১৭ জন আবেদন করেছেন।
অনলাইনে ভাতাভোগীদের উন্মুক্ত আবেদনের কথা বলা হলেও গ্রামের সহজ-সরল এসব মানুষ ছুটছেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ফলে সুযোগ বুঝে এসব অসহায় মানুষের কাছ থেকে ইউনিয়ন পরিষদের কিছু কর্মকর্তা-কর্মচারী হাতিয়ে নিচ্ছেন টাকা।
তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের পাখি খাতুন জানান, অনলাইনে আবেদনের কিছুদিন পর চেয়ারম্যান তাঁকে পরিষদে ডেকে সচিবের কাছে পাঠান। পরে সচিব তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেন।
একই গ্রামের ফাতেমা খাতুন জানান, বয়স্ক ভাতার কার্ডের জন্য হাঁস-মুরগি বিক্রি করে ৫০০ টাকা দিয়েছেন। আজও কার্ড পাননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আসাদুজ্জামান লিটন বলেন, ‘এসব মিথ্যা। ভাতাভোগী বাছাইয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, ‘টাকা নেওয়ার বিষয় পুরোপুরি মিথ্যা। সামনে নির্বাচন তাই প্রতিপক্ষরা তাঁর নামে মিথ্যা রটাচ্ছে।’
উপজেলা ভাতাভোগী বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ও সচিবের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দিতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ভাতা দেওয়ার নামে ৫০০ থেকে ৭০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও ভাতার আওতায় আনেননি বলে জানিয়েছেন কয়েকজন।
ইউপি সচিব এ ছাড়া জন্মনিবন্ধন ও নাগরিক সনদেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে।
উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৩ হাজার ৯১৭ এবং বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতার জন্য ২ হাজার ৫৮৭ জন আবেদন করেছেন। এর মধ্যে ওই ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৫৯৫ ও বিধবা ভাতার জন্য ৩১৭ জন আবেদন করেছেন।
অনলাইনে ভাতাভোগীদের উন্মুক্ত আবেদনের কথা বলা হলেও গ্রামের সহজ-সরল এসব মানুষ ছুটছেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ফলে সুযোগ বুঝে এসব অসহায় মানুষের কাছ থেকে ইউনিয়ন পরিষদের কিছু কর্মকর্তা-কর্মচারী হাতিয়ে নিচ্ছেন টাকা।
তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের পাখি খাতুন জানান, অনলাইনে আবেদনের কিছুদিন পর চেয়ারম্যান তাঁকে পরিষদে ডেকে সচিবের কাছে পাঠান। পরে সচিব তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেন।
একই গ্রামের ফাতেমা খাতুন জানান, বয়স্ক ভাতার কার্ডের জন্য হাঁস-মুরগি বিক্রি করে ৫০০ টাকা দিয়েছেন। আজও কার্ড পাননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আসাদুজ্জামান লিটন বলেন, ‘এসব মিথ্যা। ভাতাভোগী বাছাইয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, ‘টাকা নেওয়ার বিষয় পুরোপুরি মিথ্যা। সামনে নির্বাচন তাই প্রতিপক্ষরা তাঁর নামে মিথ্যা রটাচ্ছে।’
উপজেলা ভাতাভোগী বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে