ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
এ সময় ৪০-৫০টি বসতঘর ও আসবাবপত্র, ৩০-৪০টি নলকূপ, ২০-২৫টি পাকা পায়খানা ও পাঁচটি সেচযন্ত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া ৩০-৪০টি খড়ের গাদা ও দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। পিটিয়ে দুটি গরুও হত্যা করা হয়। এ সময় ৮-১০ জন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উচাখিলা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নজরুল ইসলাম। অন্যদিকে সদস্য পদে বাদশা মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম এবং সদস্য প্রার্থী হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম বিজয়ী সদস্য বাদশা মিয়ার কর্মী-সমর্থকসহ স্থানীয়দের বাড়িঘরে গতকাল ভাঙচুর ও লুটপাট করেন।
এ বিষয়ে বিজয়ী ইউপি সদস্য আবুল বাশার বলেন, ‘নজরুল ইসলাম আমাকে আগে থেকেই তাঁর পক্ষে সমর্থন এবং তাঁর নির্বাচন করতে বলেন। কিন্তু আমি নিজে ইউপি সদস্য প্রার্থী হওয়ায় না করে দিই। পরে নির্বাচনে তিনি পরাজিত হলে তাঁর কর্মী-সমর্থকেরাসহ আমার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা মিলে আমার বাড়ি ও কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।’
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘যাঁরা হামলা করেছেন তাঁরা কেউ আমার সমর্থক না। ইউপি সদস্য আবুল বাশারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহিংসতা হয়।’ পরে ওই মেম্বার প্রার্থীরা এমন ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি।
অভিযুক্ত সদস্য প্রার্থীদের মুঠোফোনে কল দেওয়া হলে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
এ সময় ৪০-৫০টি বসতঘর ও আসবাবপত্র, ৩০-৪০টি নলকূপ, ২০-২৫টি পাকা পায়খানা ও পাঁচটি সেচযন্ত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া ৩০-৪০টি খড়ের গাদা ও দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। পিটিয়ে দুটি গরুও হত্যা করা হয়। এ সময় ৮-১০ জন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উচাখিলা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নজরুল ইসলাম। অন্যদিকে সদস্য পদে বাদশা মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম এবং সদস্য প্রার্থী হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম বিজয়ী সদস্য বাদশা মিয়ার কর্মী-সমর্থকসহ স্থানীয়দের বাড়িঘরে গতকাল ভাঙচুর ও লুটপাট করেন।
এ বিষয়ে বিজয়ী ইউপি সদস্য আবুল বাশার বলেন, ‘নজরুল ইসলাম আমাকে আগে থেকেই তাঁর পক্ষে সমর্থন এবং তাঁর নির্বাচন করতে বলেন। কিন্তু আমি নিজে ইউপি সদস্য প্রার্থী হওয়ায় না করে দিই। পরে নির্বাচনে তিনি পরাজিত হলে তাঁর কর্মী-সমর্থকেরাসহ আমার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা মিলে আমার বাড়ি ও কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।’
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘যাঁরা হামলা করেছেন তাঁরা কেউ আমার সমর্থক না। ইউপি সদস্য আবুল বাশারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহিংসতা হয়।’ পরে ওই মেম্বার প্রার্থীরা এমন ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি।
অভিযুক্ত সদস্য প্রার্থীদের মুঠোফোনে কল দেওয়া হলে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে