বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস থেকে বিস্ফোরণে সংঘটিত আগুনে দগ্ধ সোলাইমান (৪২) মারা গেছেন। গত সোমবার রাত ১০টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সোমবার সোলাইমানের নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হয় সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।
নিহত সোলাইমান আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি আজকের পত্রিকাকে জানান, আগুনে পুড়ে সোলাইমান গুরুতর আহত হয়েছিলেন। তবে তাঁর দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা কিছুটা ভালোর দিকে।
দগ্ধ রীমা আক্তার জানিয়েছিলেন, ভোরে তাঁর স্বামী সোলায়মান ব্যবসার কাজে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না ঘরে গিয়ে পানি গরম করার জন্য আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দগ্ধ সোলায়মানের চাচাতো ভাই ইউনুস জানান, তাঁদের একতলা বাড়িতে রান্নার কাজে সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ইউনুস আরও জানান ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ অথবা অন্য কোনো লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে ছিল। পরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘আগুনের ব্যাপারে কেউ আমাদের কোনো সংবাদ দেয়নি। তবে পরে জানতে পেরে ঘটনাস্থলে ইউনিট পাঠালে আমাদের বলা হয় আগুন নিজেরাই নিভিয়ে ফেলেছে। তখন আমাদের গাড়িসহ ইউনিট ফেরত আসে। আগুনে দগ্ধ হওয়ার বিষয়টিও আমাদের কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস থেকে বিস্ফোরণে সংঘটিত আগুনে দগ্ধ সোলাইমান (৪২) মারা গেছেন। গত সোমবার রাত ১০টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সোমবার সোলাইমানের নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হয় সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।
নিহত সোলাইমান আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি আজকের পত্রিকাকে জানান, আগুনে পুড়ে সোলাইমান গুরুতর আহত হয়েছিলেন। তবে তাঁর দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা কিছুটা ভালোর দিকে।
দগ্ধ রীমা আক্তার জানিয়েছিলেন, ভোরে তাঁর স্বামী সোলায়মান ব্যবসার কাজে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না ঘরে গিয়ে পানি গরম করার জন্য আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দগ্ধ সোলায়মানের চাচাতো ভাই ইউনুস জানান, তাঁদের একতলা বাড়িতে রান্নার কাজে সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ইউনুস আরও জানান ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ অথবা অন্য কোনো লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে ছিল। পরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘আগুনের ব্যাপারে কেউ আমাদের কোনো সংবাদ দেয়নি। তবে পরে জানতে পেরে ঘটনাস্থলে ইউনিট পাঠালে আমাদের বলা হয় আগুন নিজেরাই নিভিয়ে ফেলেছে। তখন আমাদের গাড়িসহ ইউনিট ফেরত আসে। আগুনে দগ্ধ হওয়ার বিষয়টিও আমাদের কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে