Ajker Patrika

মামলা ব্যবস্থাপনায় গতি আনার নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
মামলা ব্যবস্থাপনায় গতি আনার নির্দেশ রাষ্ট্রপতির

বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতি আনার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকেলে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২১’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সব আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়।’

রাষ্ট্রপতি বলেন, ‘শান্তি ও সংকটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে। সংবিধানবিরোধী ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে সুপ্রিম কোর্ট ষড়যন্ত্রকারীদের সেই নীলনকশা বাস্তবায়িত হতে দেয়নি। শেষ পর্যন্ত জাতির পিতার হত্যাকারীদের বিচার করে সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।’

দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকেরা তাঁদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. আবদুল হামিদ। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থাপনার ছবি সংবলিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই সংবিধানের মূল লক্ষ্য। তবে অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এখনো নারীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, তা দূর করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বিচারকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো মানুষের প্রত্যাশা—একজন বিচারক হবেন আইনের জ্ঞানে প্রাজ্ঞ, আদালতের কাজে সময়ানুবর্তী ও নিয়মনিষ্ঠ, প্রশ্নাতীতভাবে সব ক্ষেত্রে সৎ, মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এবং পরিশীলিত আচরণের একজন আদর্শ মানুষ। জনমানুষের এই যৌক্তিক প্রত্যাশা পূরণে বিচারকদের যত্নবান হতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। বিচারপতিগণ নির্দ্বিধায় নির্বিঘ্নে তাঁদের মতামত তুলে ধরতে পারছেন। গণতন্ত্র বিকাশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত