Ajker Patrika

কিশোর ফুটবলাররা পেল প্রশিক্ষণ সনদ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৯
কিশোর ফুটবলাররা পেল প্রশিক্ষণ সনদ

শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কিশোর ফুটবলারদের (অনূর্ধ্ব-১৫) সাত দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলারদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত। উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সচিব জিন্নত আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাবেক ফুটবলার ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়া, কোচ মো. মজিবুর রহমান, গোলাম শাহরিয়ার রবীন ও আবু রাসেল রাজনসহ অনেকে।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনূর্ধ্ব-১৫) অংশগ্রহণে জন্য জেলা দল গঠনের লক্ষ্যে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত ৪ জন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার ওই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে। ওই ক্যাম্প থেকে বাছাইকৃত ৭ জন খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত