Ajker Patrika

জুয়ার সামগ্রীসহ গ্রেপ্তার ৪ যুবক

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫
জুয়ার সামগ্রীসহ গ্রেপ্তার ৪ যুবক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিবির টহলরত টিম দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাটের পুরোনো মাছ বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লিয়াকত আহমেদ, সুজন মিয়া, মো. মোকারম হোসেন ও হাসান আহমেদ হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর ডিবির পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চাঁদনীঘাট পুরোনো মাছ বাজারের উত্তর পাশে আব্দুর রহমানের মৎস্য দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাঁরা দীর্ঘদিন ধরে টাকা পয়সার বিনিময়ে ঝান্ডু মন্ডু নামক জুয়ার বোর্ড পরিচালনা করছিল। ওই আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার করা হয়। এই জুয়ার নেশায় আসক্ত হয়ে দিন শ্রমিকেরা সর্বস্বান্ত হচ্ছেন। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত