Ajker Patrika

ইসলামে বিধবার অধিকার

মুনীরুল ইসলাম
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪: ৪৭
ইসলামে বিধবার অধিকার

আমাদের সমাজে বিধবারা ভীষণভাবে অবহেলিত। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বিধবা দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। অথচ তাদের বিয়ে করা ইসলাম অনুমোদন করে। মহানবী (সা.)-এর স্ত্রীদের মধ্যে আয়েশা (রা.) ছাড়া অন্য সব স্ত্রী ছিলেন বিধবা বা তালাকপ্রাপ্ত। তিনি প্রায় দ্বিগুণ বয়সী বিধবা হজরত খাদিজা (রা.)-কে প্রথম বিয়ে করেন। তাঁর ইন্তেকালের পর যাঁদের বিয়ে করেন, তাঁদের আটজনই ছিলেন বিধবা।

বিধবার অধিকার ও মর্যাদা ইসলামে স্বীকৃত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে, তাদের স্ত্রীদের কর্তব্য হলো চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করা। এরপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমতো ব্যবস্থা নিলে তাতে কোনো পাপ নেই। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত আছেন।’ (সুরা বাকারা: ২৩৪)

স্বামীর মৃত্যুর পর তারা এক বছর পর্যন্ত ভরণপোষণ পাওয়ার অধিকার রাখে। বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত মোহরানা, স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং পিতার পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ নারীদের একান্তই নিজেদের। বিধবাদের মধ্যে যারা সন্তানদের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়ে করা থেকে বিরত থাকেন, তাদের মর্যাদা ঘোষণা করে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বংশীয় কৌলীন্য ও সৌন্দর্যের অধিকারী যে বিধবা প্রয়োজন সত্ত্বেও এতিম সন্তানদের লালনপালনের উদ্দেশ্যে দ্বিতীয়বার স্বামী গ্রহণ থেকে বিরত থাকে, কিয়ামতের দিন আমি এবং সে দুই আঙুলের মতো কাছাকাছি থাকব।’ (আবু দাউদ)

তা ছাড়া, যে সকল বিধবার বিয়ের বয়স পেরিয়ে গেছে এবং তাদের কোনো সন্তানও নেই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অনেক বড় পুণ্যের কাজ বলে ঘোষণা দিয়েছেন মহানবী (সা.)। অতএব বিধবাদের প্রতি সদয় আচরণ সব মুমিনের একান্ত কর্তব্য।

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত