Ajker Patrika

ইরান-সৌদি সম্পর্ক জোড়া লাগল চীনের মধ্যস্থতায়

আজকের পত্রিকা ডেস্ক
ইরান-সৌদি সম্পর্ক জোড়া লাগল চীনের মধ্যস্থতায়

চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব বৈরিতা ভুলে সম্পর্ক নতুন করে শুরু করতে সম্মত হয়েছে। এটাকে বিশ্লেষকেরা ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার’ বড় সংকেত হিসেবে দেখছেন। খবর আল জাজিরার।

গত শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার এক সংলাপে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে এবং দুই মাসের মধ্যে উভয় দেশে দূতাবাস খোলার ব্যাপারে সম্মত হয়েছে।

সংলাপের পর ইরানি ও সৌদি গণমাধ্যম বলেছে, দুই দেশ এক বিবৃতিতে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং একে অন্যের সার্বভৌমত্বকে শ্রদ্ধা দেখানোর ওপর জোর দিয়েছে।

এ ছাড়া ২০০১ সালে স্বাক্ষরিত পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি কার্যকর করাসহ বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগসংক্রান্ত আরও আগের একটি চুক্তিও সচল করতে দুই দেশ একমত হয়।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবানের সঙ্গে চুক্তি সই করেছেন। 
দুই দেশের মধ্যে এই সম্প্রীতি এনে দিতে ভূমিকা রাখার জন্য শামখানি চীনের প্রশংসা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের নূর নিউজ।

এদিকে সংলাপকালে ওয়াং বলেছেন, চীন উত্তেজনাপূর্ণ বিষয়গুলো সামলাতে এবং একটি বড় দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ‘বিশ্বাসযোগ্য’ ও ‘নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে চীন সংলাপের আয়োজক হিসেবে নিজের দায়িত্ব সম্পন্ন করেছে।

২০১৬ সালে সৌদি আরব একজন বিশিষ্ট শিয়া মুসলিম ধর্মগুরুকে মৃত্যুদণ্ড দিলে উপসাগরীয় দুটি দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরানে বিক্ষোভ হয় এবং বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। তবে উভয়ের মধ্যে ভূ-রাজনৈতিক সংঘাত আরও কয়েক দশক আগে থেকেই।

মধ্যপ্রাচ্যের অনেক সংঘাতপূর্ণ অঞ্চলে উভয়ই পরস্পরের বিরোধী পক্ষের দিকে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ছায়াযুদ্ধে জড়িত হয়েছে। এর মধ্যে ইয়েমেন যুদ্ধ অন্যতম। যুদ্ধটি এখন আট বছরে গড়িয়েছে। এ যুদ্ধে হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দিচ্ছে তেহরান আর ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে রিয়াদ।

যদিও ২০২১ সাল থেকে ইরাক ও ওমানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলে আসছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। 

ওয়াশিংটন ডিসির আরব গালফ স্টেট ইনস্টিটিউটের সিনিয়র রেসিডেন্ট স্কলার রবার্ট মোগিলনিকি বলেন, চুক্তিটি ক্রমবর্ধমান চীনা উপস্থিতি বাড়ানো এবং ওই অঞ্চলে তার ভূমিকা পালনে বর্ধিত আগ্রহের প্রমাণ।

রবার্ট মোগিলনিকি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক না থাকায় চীন একটি চুক্তির মধ্যস্থতা করার জন্য ভালো অবস্থানে রয়েছে। এটি চীনের জন্য একটি অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং উচ্চ প্রাপ্তির বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত