Ajker Patrika

আমনের ক্ষতি পুষিয়ে নিতে আগেভাগে বোরোর চাষাবাদ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
আমনের ক্ষতি পুষিয়ে নিতে আগেভাগে বোরোর চাষাবাদ

আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা নিয়ে বোরোর জন্য জমি চাষ শুরু করেছেন সাতক্ষীরার পাটকেলঘাটার কৃষকেরা। অতিবৃষ্টিতে তাঁদের অনেকের আমনের ফলন ভালো হয়নি। তাই লোকসান পুষিয়ে নিতে আগেভাগে বোরোর চাষ শুরু করেছেন তাঁরা।

এ বছর এলাকার বেশির ভাগ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের লক্ষ্যে বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সব এলাকায় আমন ধান কাটা শেষের দিকে। নিচু জমিতে বীজতলা তৈরি করে বোরোর চারা তৈরি করেছেন অনেক কৃষক।

আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম জানান গত বছর ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ব্রি-২৮ রোপণ করছেন। তিনি বলেন, ‘নিজেদের জমি ও নিজস্ব ব্লক থাকায় আগাম চাষ শুরু করেছি, আশা করছি ধানও আগে কাটা পড়বে। তাতে দামও বেশি পাওয়া যাবে।’

কৃষক আজিবার রহমান বলেন, ‘আমার নিজের জমি নেই। তাই বর্গাচাষ করি। চারা তৈরি হয়ে গেছে। আশা করছি এক সপ্তাহ পরে রোপণ শুরু করতে পারব।’

তিনি জানান এবার ডিজেলের দাম বেশি হওয়াতে গত বছরের তুলনায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়বে ৬ থেকে ৭ হাজার টাকা।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, ‘আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রার সার ব্যবহার, জৈব,অজৈব ও গুটি ইউরিয়া সার প্রয়োগ এবং পোকামাকড় দমনসহ কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছি।’

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘অতিবৃষ্টিতে কৃষকদের অনেকের আমনের ফলন ভালো হয়নি। বোরোর আবাদে তাঁরা যেন ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত