Ajker Patrika

টিলা কেটে জলাশয় ভরাট

মো. ইউনুস আলী, ধনবাড়ী
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩: ৫৮
টিলা কেটে জলাশয় ভরাট

মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি টান পাহাড় এলাকার টিলা কাটছে স্থানীয় প্রভাবশালীরা। এ মাটি দিয়ে পাশের উপজেলা ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের জলাশয় ভরাট করা হচ্ছে। সেই সঙ্গে মাটি বিক্রিরও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা বলছেন, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জমি ভরাট করতে টিলা কাটা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা টিলা কাটা বৈধ নয় বলে জানিয়েছেন।

টিলা কাটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এর সঙ্গে জড়িত থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এদিকে মাটি কাটায় টিলার পাশে ২০-২৫ ফুট খাদের সৃষ্টি হয়েছে। এতে আশপাশে থাকা পরিবারগুলো ঝুঁকিতে পড়ছে।

গতকাল বৃহস্পতিবার মধুপুরের ধরাটি টান পাহাড় এলাকায় সরেজমিনে কয়েকজন গণমাধ্যম কর্মী যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে টিলা কাটায় নিয়োজিত ভেকুচালক ভেকু মেশিন রেখে দৌড়ে পালিয়ে যান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাশের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক আবদুল গণি ও স্থানীয় প্রভাবশালী আক্তার হোসেনের নেতৃত্বে ধরাটি টান পাহাড়, ধাইরা, ধাইরা কানকাটা মোড় থেকে ভেকু মেশিন দিয়ে টিলার লাল মাটি কাটা হচ্ছে। এসব বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন এ লাল মাটি ট্র্যাক্টরে করে ধনবাড়ী উপজেলার বাড়ইপাড়া গ্রামে নিয়ে জলাশয় ভরাট করার কাজও চলছে। এতে স্থানীয় কাচা সড়কেও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাহাড়ি সড়কগুলোতে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ দিন ধরে কাজটি করা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শরাফত আলী, সুরুজ, মইফুল বেগম, জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন জানান, প্রতিদিন টিলার মাটি কাটার কাজ চলে। এসব মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে নষ্ট হচ্ছে সড়ক। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা খেতের ফসল বাজারে নিতে ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান তাঁরা।

ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি। ইউনিয়ন হাসপাতাল (উপস্বাস্থ্যকেন্দ্র) নির্মাণের জন্য ওই জলাশয় ভরাট করা হচ্ছে। কোথাও মাটি না পেয়ে ধরাটি পাহাড় থেকে মাটি আনা হচ্ছে।’

অভিযুক্ত যদুনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল গণি বলেন, সরকারি হাসপাতাল করার জন্য মধুপুরের কুড়াগাছা ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে ধরাটি টান পাহাড় এলাকার টিলা থেকে মাটি এনে জলাশয় ভরাট করা হচ্ছে। তাঁরা দুজন অন্যত্র মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

মধুপুরের কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘আমি শুধু জানি, ধনবাড়ীর যদুনাথপুরে একটি হাসপাতাল নির্মাণের জন্য আমার এলাকার ধরাটি থেকে পাহাড় কেটে কিছু মাটি নিচ্ছে।’

উত্তর টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকদার বলেন, ‘পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ কাজ। খোঁজ নিয়ে এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা বলেন, ‘যদুনাথপুরে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল নির্মাণের বিষয়ে আমার জানা নেই।’

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে আগে থেকে কিছুই জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত