আজকের পত্রিকা ডেস্ক
খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দুই শতাংশ জমিসহ ঘর পাচ্ছে ৭০৪টি পরিবার। আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়্যালি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাগড়াছড়িতে উপহারের ঘরে ঈদ পালন করবে ৪৯৮টি পরিবার। এ ছাড়া রাঙামাটিতে আশ্রয়ণ প্রকল্পের ২০৬টি ঘর হস্তান্তর করা হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ৪৯৮টি উপকারভোগীর মধ্যে আশ্রয়ণের ঘরের চাবি দেওয়া হবে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব কথা জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন।
সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙায় ৫০টি, মানিকছড়িতে ৩৫টি ও লক্ষ্মীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।
মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় নির্মিত ৭২টি ঘরের মধ্যে ৩৫টি ঘর মঙ্গলবার হস্তান্তর করা হবে। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ইউএনও রক্তিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহসভাপতি আব্রে মারমা, মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টুসহ অন্যরা।
রাঙামাটি: রাঙামাটিতে ২০৬টি ঘর পাবে উপকারভোগী পরিবার। ঘরগুলোর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদুতে ১০টি, নানিয়ারচরে ১১টি, বরকলে ৫৫টি ও কাউখালী উপজেলায় ৪০টি হস্তান্তর করা হবে। গতকাল বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ তথ্য জানান দেন। আগামী মঙ্গলবার জেলার কাউখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার।
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি ও গৃহহীন ৯০টি পরিবার আশ্রয়ণের ঘর পাবে। গতকাল ইউএনও শরিফুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কাপ্তাই: কাপ্তাই উপজেলায় গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউএনও মুনতাসির জাহান জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা প্রমুখ।
বরকল: বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে হয়েছে। এতে ইউএনও জুয়েল রানা জানান, উপজেলার টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬০টি পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করা হবে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা মংক্যছিং সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলতান আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দুই শতাংশ জমিসহ ঘর পাচ্ছে ৭০৪টি পরিবার। আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়্যালি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাগড়াছড়িতে উপহারের ঘরে ঈদ পালন করবে ৪৯৮টি পরিবার। এ ছাড়া রাঙামাটিতে আশ্রয়ণ প্রকল্পের ২০৬টি ঘর হস্তান্তর করা হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ৪৯৮টি উপকারভোগীর মধ্যে আশ্রয়ণের ঘরের চাবি দেওয়া হবে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব কথা জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন।
সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙায় ৫০টি, মানিকছড়িতে ৩৫টি ও লক্ষ্মীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।
মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় নির্মিত ৭২টি ঘরের মধ্যে ৩৫টি ঘর মঙ্গলবার হস্তান্তর করা হবে। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ইউএনও রক্তিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহসভাপতি আব্রে মারমা, মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টুসহ অন্যরা।
রাঙামাটি: রাঙামাটিতে ২০৬টি ঘর পাবে উপকারভোগী পরিবার। ঘরগুলোর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদুতে ১০টি, নানিয়ারচরে ১১টি, বরকলে ৫৫টি ও কাউখালী উপজেলায় ৪০টি হস্তান্তর করা হবে। গতকাল বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ তথ্য জানান দেন। আগামী মঙ্গলবার জেলার কাউখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার।
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি ও গৃহহীন ৯০টি পরিবার আশ্রয়ণের ঘর পাবে। গতকাল ইউএনও শরিফুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কাপ্তাই: কাপ্তাই উপজেলায় গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউএনও মুনতাসির জাহান জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা প্রমুখ।
বরকল: বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে হয়েছে। এতে ইউএনও জুয়েল রানা জানান, উপজেলার টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬০টি পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করা হবে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা মংক্যছিং সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলতান আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে