রাজবাড়ী (পাংশা) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় লিপি খাতুন নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে পারিবারিক কলহের জেরে লিপির স্বামী রুবেল সরকার তাঁকে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিপি খাতুন কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের এলেম শেখের মেয়ে। ১৫ বছর আগে পারিবারিকভাবে লিপি ও রুবেলের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. রিপন বলেন, ‘গতকাল সকালে রুবেলের বাড়িতে চিৎকার শুনে এসে দেখি, ঘরের দরজা আটকে বউকে মারধর করছেন তিনি। আমরা দরজা ভাঙার চেষ্টা করি। একপর্যায়ে দরজার একপাশ ভেঙে গেলে ভাঙা দরজার মধ্য দিয়ে রুবেল একটি রক্তমাখা দা বের করেন। তখন আমরা ভয় পেয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পুলিশকে খবর দিই।
রুবেলের ভাবি শিউলি খাতুন বলেন, ‘ওঁদের সংসারে আগে থেকেই ঝগড়াঝাঁটি হতো। রুবেল নেশা করে প্রায়ই বউকে মারপিট করত। এ জন্য রুবেলের বউ বাবার বাড়িতে চলে যায়। তিন দিন আগে রুবেল বউকে বাড়িতে নিয়ে আসে। আজ সকালে এ ঘটনা ঘটিয়েছে রুবেল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মোন্তাজ আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসে জানতে পারি রুবেল সকালে বউকে নতুন কাপড় পরিয়ে গ্রাম ঘুরিয়ে বাড়ি নিয়ে এসে হত্যা করেছেন। বিষয়টি মর্মান্তিক।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আমরা ৯৯৯ আসা একটি ফোন কলের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে এসে রুবেলকে আটক করি। লিপির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’
রাজবাড়ীর পাংশায় লিপি খাতুন নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে পারিবারিক কলহের জেরে লিপির স্বামী রুবেল সরকার তাঁকে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিপি খাতুন কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের এলেম শেখের মেয়ে। ১৫ বছর আগে পারিবারিকভাবে লিপি ও রুবেলের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. রিপন বলেন, ‘গতকাল সকালে রুবেলের বাড়িতে চিৎকার শুনে এসে দেখি, ঘরের দরজা আটকে বউকে মারধর করছেন তিনি। আমরা দরজা ভাঙার চেষ্টা করি। একপর্যায়ে দরজার একপাশ ভেঙে গেলে ভাঙা দরজার মধ্য দিয়ে রুবেল একটি রক্তমাখা দা বের করেন। তখন আমরা ভয় পেয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পুলিশকে খবর দিই।
রুবেলের ভাবি শিউলি খাতুন বলেন, ‘ওঁদের সংসারে আগে থেকেই ঝগড়াঝাঁটি হতো। রুবেল নেশা করে প্রায়ই বউকে মারপিট করত। এ জন্য রুবেলের বউ বাবার বাড়িতে চলে যায়। তিন দিন আগে রুবেল বউকে বাড়িতে নিয়ে আসে। আজ সকালে এ ঘটনা ঘটিয়েছে রুবেল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মোন্তাজ আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসে জানতে পারি রুবেল সকালে বউকে নতুন কাপড় পরিয়ে গ্রাম ঘুরিয়ে বাড়ি নিয়ে এসে হত্যা করেছেন। বিষয়টি মর্মান্তিক।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আমরা ৯৯৯ আসা একটি ফোন কলের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে এসে রুবেলকে আটক করি। লিপির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে