Ajker Patrika

বাজিতপুরে মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
বাজিতপুরে মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুরে ইউপি সদস্য রবিউল্লাহ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি কামাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি ১৬ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ভৈরবের রসুলপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কামাল মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের সাম্পুর হাটি গ্রামের বাসিন্দা। অন্যদিকে রবিউল্লাহ একই ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাসিন্দা। তিনি মাইজচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

র‍্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, রবিউল্লাহ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কামাল মিয়া ভৈরবের রসুলপুর এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কামাল মিয়াকে গ্রেপ্তার করে।

রবিউল্লাহ রবির ছেলে জাহিদ উল্লাহ বলেন, ‘একটি রাজনৈতিক মামলায় বাজিতপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য ২০০৫ সালের ২৫ এপ্রিল বিকেলে বাবা বাড়ি থেকে রওনা দেন। পথে উপজেলা পশু হাসপাতালের সামনে পৌঁছালে কামাল ও তাঁর ১৩ থেকে ১৪ জন সহযোগী নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে বাবা গুরুতর আহত হন। ৯ দিন পর ৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।’

ওইদিন রাতে রবির স্ত্রী পারভীন আক্তার, কামালকে প্রধান আসামি করে ১৩ জনের নামে বাজিতপুর থানায় মামলা করেন। ২০১৩ সালে আদালত ওই মামলায় কামালকে মৃত্যুদণ্ড এবং বাকি ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত