Ajker Patrika

নার্সের পরনে চিকিৎসকের পোশাক, বিভ্রান্ত রোগী

আজিজুর রহমান, চৌগাছা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
নার্সের পরনে চিকিৎসকের পোশাক, বিভ্রান্ত রোগী

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সেরা অনুমোদিত ইউনিফরম না পরে চিকিৎসকদের সাদা ইউনিফরম পরে অফিস করছেন। এতে বিব্রত হচ্ছেন চিকিৎসকেরা। এমনকি বিভ্রান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের।

স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে নার্সদের বারবার নির্দেশনা দিলেও তাঁরা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না।

জানা গেছে, ২০২০ সালের ২৫ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত পত্রে নার্সদের ইউনিফরম পরিধান নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘দায়িত্বরত অবস্থায়/অফিস সময়ে নার্সদের আবশ্যিকভাবে প্রধানমন্ত্রী অনুমোদিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২১.১১. ২০১৬ তারিখের ৫০০ নম্বর স্মারকে জারি করা নির্ধারিত ইউনিফরম পরিধান করতে হবে।’

২১ নভেম্বর ২০১৬ জারি করা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শাখা থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত পত্রে নার্সদের জাতীয় ইউনিফরম নির্ধারণ করে দেওয়া হয়।

২১ নভেম্বর ২০১৬ সালের ৫০০ স্মারকের পত্রে ইউনিফর্মের বিবরণে বলা হয়, ‘জ্যেষ্ঠ স্টাফ নার্স মহিলাদের পোশাক হবে জলপাই রঙের শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, জলপাই রঙের টুপি। এগুলোর বর্ডার হবে সাদা। কালো নেমপ্লেটে নাম ও পদবি থাকবে। শীতের পোশাক হবে কালো ব্লেজার। পুরুষ নার্সের ক্ষেত্রে জলপাই রঙের শার্ট বা সাফারি, কালো প্যান্ট, কালো জুতা, শার্টের হাতে বাম পাশের সাদা রঙের গোল প্রতীক/মনোগ্রাম, বর্ডার সাদা হবে। কালো নেমপ্লেট নাম ও পদবি থাকবে। শীতের পোশাক কালো ব্লেজার।’

ইউনিফর্মের বিবরণে আরও বলা হয়, ‘নারী নার্সিং সুপারভাইজারের ক্ষেত্রে জলপাই রঙের পাড়বিহীন শাড়ি/শার্ট, কালো প্যান্ট, জলপাই রঙের ব্লাউজ, রয়েল ব্লু রঙের বেল্ট, রয়েল ব্লু কাপড়ের বর্ডারসহ জলপাই রঙের টুপি, কালো জুতা, কালো নেমপ্লেটে নাম ও পদবি। শীতের পোশাক কালো ব্লেজার। পরুষ নার্সিং সুপারভাইজারের ক্ষেত্রে জলপাই রঙের শার্ট/সাফারি, কালো প্যান্ট, কালো জুতা, শার্টের হাতায় বাম পাশের রয়েল ব্লু রঙের গোল (বর্ডার সাদা হবে) কালো নেমপ্লেটে নাম ও পদবি। শীতের পোশাক কালো ব্লেজার।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ঝুমুর হালদার মোবাইল ফোনে বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের একজন উপসচিব আমাকে ফোন করেছিলেন। আমাদের জলপাই রঙের পোশাকের ওপর সাদা ইউনিফরম পরা যাবে বলে তিনি আমাকে বলেছেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ বলেন, ‘নার্সেরা চিকিৎসকদের সাদা ইউনিফরম পরে অফিস করায় আমাদের চিকিৎসকেরা বিব্রত।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘আমি নার্সদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তাঁরা শুনতেই চাচ্ছেন না। তাঁরা ড্রেস কোড ভেঙে চিকিৎসকদের পোশাক পরছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত