চাটমোহর হানাদার মুক্ত দিবস পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২১
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ১৩

পাবনার চাটমোহরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মাজহারুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, নিমাইচড়া প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত