রেল ক্রসিং যেন মরণফাঁদ

রকিব হাসান নয়ন, মেলান্দহ (জামালপুর)
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০১
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৩

জামালপুরের মেলান্দহে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। শুধু সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই দায়ভার এড়ানোর চেষ্টা সংশ্লিষ্টদের।

মেলান্দহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলায় রেলপথে রয়েছে মোট ১২টি লেভেল ক্রসিং। এর মধ্যে মাত্র ৪ টিতে গেটম্যান আছে।

বাকি ৮টি লেভেল ক্রসিং অরক্ষিত। নেই কোনো গেটম্যান। এই সব লেভেল ক্রসিংগুলোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু।

স্থানীয়রা বলছেন, ‘অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রতিবছরই দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। ২০১৫ সালে শ্যামপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়।’ ওই দুর্ঘটনার পরে ওই জায়গায় গেটম্যান নিয়োগ দেওয়া হয়।

বাকি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। সবাই ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। অথচ কোনো পদক্ষেপ নিচ্ছে না রেল কর্তৃপক্ষ।

সরেজমিনে উপজেলার শাহজাদপুরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, ‘গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পরিবহন।

সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে যেসব সাইনবোর্ড রয়েছে, সেখানে লেখা রয়েছে, ‘এই লেভেল ক্রসিং-এ গেটম্যান নাই, পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং যে কোন রূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।

মেলান্দহ রেলওয়ে স্টেশনে কর্মকর্তা (স্টেশন মাস্টার) মফিজুর রহমান বলেন, ‘গেটম্যান নিয়োগের বিষয়টি আমাদের কোনো কাজ না। রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে ভালো জানেন। তবে যেসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেখানে সতর্কতামূলক নির্দেশনা সাইনবোর্ড দেওয়া রয়েছে। সর্তকতার সঙ্গে লেভেল ক্রসিং পারাপারের পরামর্শ দেন এ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত