Ajker Patrika

২১ মনোনয়নপত্র প্রত্যাহার

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
২১ মনোনয়নপত্র প্রত্যাহার

যশোরের কেশবপুরে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদের ১০ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। এদিন বিকেল পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ১১ জন ছাড়াও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ২ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৮ জন রয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ (সোমবার) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপজেলার ১১ ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে আব্দুল হালিম, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ফারুক হোসেন ও আলমগীর হোসেন, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে মাসুদুজ্জামান, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে মফিজুর রহমান, সিরাজুল ইসলাম ও আবু নাইম, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে রিয়াজুল ইসলাম লিটন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে মাহাবুবুর রহমান, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে সামছুদ্দীন দফাদার ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মনিরুজ্জামান।

এ ছাড়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেশবপুর সদর ইউপিতে আছিয়া আক্তার ও পাঁজিয়া ইউপিতে কাকলী মণ্ডল।

এদিকে ইউপি সদস্য পদে ত্রিমোহিনী ইউপিতে ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, মজিদপুর ইউপিতে আজিজুর রহমান ও সোহরাব হোসেন; মঙ্গলকোট ইউপির ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম, কেশবপুর সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, পাঁজিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাধন মণ্ডল, সুফলাকাটি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মোহন মণ্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত