Ajker Patrika

সেতুর রেলিং ভেঙে দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪: ৩১
সেতুর রেলিং ভেঙে দুর্ভোগ

আগৈলঝাড়ায় একটি সেতুর রেলিং ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মোহাম্মদ আলী আকনের বাড়ি সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘ ছয় বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তারপর আবার সেতুর একপাশে তৈরি রেলিং ধসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সেতুটি বেহালে সীমাহীন দুর্ভোগে পড়েছে গৈলা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থীরা। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায়, মরণফাঁদ জেনেও সেতুটি পার হচ্ছেন গ্রামবাসীসহ শিশু এবং বৃদ্ধরা।

সরেজমিনে দেখা যায়, সেতুর রেলিং ধসে যাওয়ায় আশপাশের গ্রামের বাসিন্দারা এই সেতুর ওপর দিয়ে চলাচল করছেন ঝুঁকি নিয়ে। লোহার খুঁটি ভেঙে গেছে। তারপরও স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা সরদার রেজাউল করিম বলেন, সেতুটিতে মানুষ উঠলে সব সময় আতঙ্কে থাকে। সেতুটি যাতে দ্রুত মেরামত করা হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

শিক্ষার্থী সজল মোল্লা জানান, সেতুর ওপর দিয়ে চলাচলে সব সময় ভয়ে থাকি। সেতুটি দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাই।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ সেতুটি বেহাল। সেতুটি সংস্কার হলে এই এলাকার মানুষসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত