Ajker Patrika

এক মানিকের ছত্রচ্ছায়ায় আরেক মানিকের অপকর্ম

জমির উদ্দিন, চট্টগ্রাম
এক মানিকের ছত্রচ্ছায়ায় আরেক মানিকের অপকর্ম

২০২১ সালের এপ্রিল মাসের ঘটনা। দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পথ আটকে তাঁর দিকে গুলি চালান সম্প্রতি শিশুসহ দুজনকে গুলির ঘটনার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক। পাশে থাকা চাচাতো ভাইয়ের গায়ে লাগে গুলি। ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন মিজান। মানিক ভেবেছিলেন, মিজান বাড়ির দিকেই গেছেন। তারপর দলবল নিয়ে মিজানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালান। গুলিবিদ্ধ হন মিজানের মা-বাবা।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন মিজানুরের বাবা মাহবুব আলম। প্রধান আসামি করা হয় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে। এই মানিকের ছত্রচ্ছায়ায় আরিফুল ইসলাম মানিক সব অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার তৃতীয় আসামি আরিফুল ইসলাম মানিক। দুই বছর পার হলেও এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যান দুই মানিক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে দুজনই অব্যাহতি পান।
শুধু এই একটি ঘটনাই নয়, আরিফুল ইসলাম মানিকের হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। তিনি টোকাই মানিক নামেও এলাকায় পরিচিত। ২০২০ সালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লোকমানকে ছুরিকাঘাত করেন মানিক। এ ঘটনায় মো. লোকমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের জুনে মারধরের শিকার হন ইউনিয়ন যুবলীগ নেতা মো. শাহাদাত। তিনি আরিফুল ইসলাম মানিকের ভয়ে দেশ ছেড়েছেন। যুবলীগ নেতা হারুনকে ২০২১ সালে পরিষদে ঘেরাও করে মারধর করেন মানিক।

গত ২৩ এপ্রিল শিশুসহ দুজনকে গুলি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আরিফুল ইসলাম মানিক। তাঁর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। তাঁর উত্থান মূলত এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত ধরে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানিককে আমি ছাত্রলীগের হিসেবে চিনি। নদভীর (সংসদ সদস্য) সঙ্গে তাঁর ওঠবস।’

এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গত ২৩ এপ্রিল গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম এবং ৫ বছর বয়সী শিশু মো. রাফি। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় আরিফুল ইসলাম মানিককে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শিশুসহ দুজনকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা তাঁর অস্ত্র উদ্ধারে অভিযানে সচেষ্ট আছি। সাতকানিয়ায় কেউ অন্যায় করে পার পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত