দুই স্থানে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ২৮
Thumbnail image

সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এ কাউন্সিলের। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহমদ আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েল এবং নুরুল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশতেয়াক আহমদ, আবুল কাশেম সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা যুবদলের সদস্য, সাহেদ আহমদ চমন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একে এম তারেক কালাম।

এ সময় আহমদ আলীকে সভাপতি, বাদশা আহমদকে সহসভাপতি, আক্রম আলী মাসুককে সাধারণ সম্পাদক, শহীদ আহমদ কবিরকে সহসাধারণ সম্পাদক ও মো. নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

এদিকে বিয়ানীবাজার উপজেলার ১১ নম্বর লাউতা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নন্দিরফলে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জালাল উদ্দিনকে সভাপতি, নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, মজির উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, আহমদ সুহেলকে যুগ্ম সম্পাদক ও আবুল কালাম বলাইকে সাংগঠনিক সম্পাদক করে লাউতা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, আখতার খান জাহেদ, অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত