Ajker Patrika

আন্দোলনকারীদের ওপর হামলা: ৭ মামলায় সাবেক পাঁচ এমপি আসামি

আজকের পত্রিকা ডেস্ক
আন্দোলনকারীদের ওপর হামলা: ৭ মামলায় সাবেক পাঁচ এমপি আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। তবে এর আগে আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে সারা দেশে প্রাণ হারান অনেকে। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় মামলা করা হচ্ছে। সর্বশেষ বিভিন্ন থানায় হওয়া সাত মামলায় আওয়ামী লীগের সাবেক পাঁচ সংসদ সদস্যসহ দলটির ৩৯১ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০৬০ জনকে। 

সাবেক এমপি হানিফের বিরুদ্ধে মামলা 
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুজন নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। দুই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০ জনকে। 

নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আবদুল্লাহ (১৩) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাবু (৩২)। 

নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষে গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দুটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল হক। 

বীরেন শিকদারের বিরুদ্ধে মামলা
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র সুমন শেখ (১৮) নিহতের ঘটনায় ১৭২ জনের নামে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিহতের বাবা কান্নুর রহমান বাদী মহম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় মাগুরা-২ আসনের সাবেক এমপি বীরেন শিকদার, তাঁর ভাই বিমল শিকদার, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনসহ আওয়ামী লীগের ১৭২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৬০০ জনকে। এজাহারে সাবেক এমপি বীরেন শিকদারকে হত্যার হুকুম ও মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সুমন শেখ মহম্মদপুর বিএম টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

সাবেক এমপি, পৌর মেয়র আসামি 
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় পাবনা-৪ আসনের সদ্য সাবেক এমপি, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তিনি জানান, উপজেলা শহরের শৈলপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করা হয়েছে। এতে আরও ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০-৮০ জনকে। 

মাগুরায় আসামি সাবেক দুই এমপি 
মাগুরার পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩৪)। ওই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন নিহতের ভাই ইউনুস আলী। এতে মাগুরা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সাবেক এমপি বীরেন শিকদারসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ জনকে। গত মঙ্গলবার রাতে মামলাটি করা হয়। 

৪ আগস্ট শহরের পারনান্দুয়ালী এলাকায় দুই ব্রিজসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্র-জনতার সংঘর্ষ হয়। সেখানে ছাত্রদল নেতা রাব্বি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন নিহত হন। 

আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট এবং গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ এবং যুবলীগের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন প্রমুখ। 

ঝালকাঠিতে আসামি ১৪ 
ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন। এতে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মন্নান রসুল, এপিপি সঞ্জয়সহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত