বিনোদন প্রতিবেদক, ঢাকা
২৮ জানুয়ারি বাংলাদেশ ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। তাই নির্বাচন নিয়েই ব্যস্ত চলচ্চিত্রের শিল্পীরা। এফডিসি পেরিয়ে ঢাকাসহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে নির্বাচনের উত্তাপ। নির্বাচনে যাঁরাই জয়লাভ করুন না কেন, সবাই কাজ করতে চান শিল্পী ও সিনেমার কল্যাণে।
প্রযোজক-পরিচালকেরাও পরিকল্পনা করছেন শিল্পী সমিতির নির্বাচনের পরে নতুন সিনেমা মুক্তি দেওয়ার। মুক্তির সেই মিছিলে রয়েছে কেয়া অভিনীত পাঁচটি সিনেমা। তবে একসঙ্গে মুক্তি না দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী কেয়া। সিনেমা পাঁচটি হলো রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’ ও ‘সীমানা’, আলী আজাদের ‘বনলতা’ এবং ইভান মল্লিকের ‘মোনাফিক’। সিনেমাগুলোতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র, সাইফ খান, জামশেদ শামীম প্রমুখ।
২৮ জানুয়ারির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন কেয়া। আপাতত তাই নির্বাচনী প্রচারণায় সময় দিচ্ছেন তিনি। কেয়া বলেন, ‘এবারের শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইলিয়াস কাঞ্চন আমাদের দেশের একজন কিংবদন্তি নায়ক। দীর্ঘদিন তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছেন। তাঁর প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। শিল্পীরাও তাঁকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাঁর নেতৃত্বে আমরা শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আমরা শিল্পীদের মাঝে কোনো বিভেদ চাই না। একটা পরিবারের মতোই একসঙ্গে থাকতে চাই, কাজ করতে চাই শিল্পী ও সিনেমার কল্যাণে।’
মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে কেয়া বলেন, ‘আশা করছি নির্বাচনের পরপরই আমার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পাবে। মুক্তি প্রতীক্ষিত পাঁচটি সিনেমাতেই আমার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে যাঁরা আছেন, প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। আমি আশাবাদী সিনেমাগুলো নিয়ে। দর্শকের মন জয় করতে পারলে চলচ্চিত্রের এই সংকটময় সময়ে কিছুটা হলেও অবদান রাখতে পারব বলে আমি আশাবাদী।’
২৮ জানুয়ারি বাংলাদেশ ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। তাই নির্বাচন নিয়েই ব্যস্ত চলচ্চিত্রের শিল্পীরা। এফডিসি পেরিয়ে ঢাকাসহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে নির্বাচনের উত্তাপ। নির্বাচনে যাঁরাই জয়লাভ করুন না কেন, সবাই কাজ করতে চান শিল্পী ও সিনেমার কল্যাণে।
প্রযোজক-পরিচালকেরাও পরিকল্পনা করছেন শিল্পী সমিতির নির্বাচনের পরে নতুন সিনেমা মুক্তি দেওয়ার। মুক্তির সেই মিছিলে রয়েছে কেয়া অভিনীত পাঁচটি সিনেমা। তবে একসঙ্গে মুক্তি না দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী কেয়া। সিনেমা পাঁচটি হলো রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’ ও ‘সীমানা’, আলী আজাদের ‘বনলতা’ এবং ইভান মল্লিকের ‘মোনাফিক’। সিনেমাগুলোতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র, সাইফ খান, জামশেদ শামীম প্রমুখ।
২৮ জানুয়ারির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন কেয়া। আপাতত তাই নির্বাচনী প্রচারণায় সময় দিচ্ছেন তিনি। কেয়া বলেন, ‘এবারের শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইলিয়াস কাঞ্চন আমাদের দেশের একজন কিংবদন্তি নায়ক। দীর্ঘদিন তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছেন। তাঁর প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। শিল্পীরাও তাঁকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাঁর নেতৃত্বে আমরা শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আমরা শিল্পীদের মাঝে কোনো বিভেদ চাই না। একটা পরিবারের মতোই একসঙ্গে থাকতে চাই, কাজ করতে চাই শিল্পী ও সিনেমার কল্যাণে।’
মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে কেয়া বলেন, ‘আশা করছি নির্বাচনের পরপরই আমার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পাবে। মুক্তি প্রতীক্ষিত পাঁচটি সিনেমাতেই আমার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে যাঁরা আছেন, প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। আমি আশাবাদী সিনেমাগুলো নিয়ে। দর্শকের মন জয় করতে পারলে চলচ্চিত্রের এই সংকটময় সময়ে কিছুটা হলেও অবদান রাখতে পারব বলে আমি আশাবাদী।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে