Ajker Patrika

মধ্যরাতে বাড়ি ঢুকে ‘বিজিবি সোর্সকে’ গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
মধ্যরাতে বাড়ি ঢুকে ‘বিজিবি সোর্সকে’ গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধ্যরাতে বাড়িতে ঢুকে হজরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের দাবি, পেশায় কৃষক হলেও আলী বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন।

উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে গত মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত আলীর মাথায় গুলি করা হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে তিনি মারা যান। আলী নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।

নিহত আলীর ছেলে নাঈম হাসান তৌফিক বলেন, ‘রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে বাবা ও মা আমার পাশের ঘরেই ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। এ সময় মায়ের চিৎকারে পাশের ঘরে ছুটে গিয়ে দেখি বাবার মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। রাস্তার দিকের জানালাটা খোলা। পরে আমার চাচাতো ভাই মুকুলসহ প্রতিবেশীরাও ছুটে আসেন। মোটরসাইকেলযোগে প্রথমে বাবাকে দর্শনার একটি ক্লিনিকে পরে সদর হাসপাতালে নিয়ে যাই।’

আলীর ভাতিজা মুকুল বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও বিরোধ ছিল না। তিনি কৃষি কাজসহ বিজিবির লাইন ম্যান (সোর্স) হিসেবেও কাজ করতেন। কেন তাঁকে এভাবে গুলি করা হলো, আর কেইবা করল? আমাদের বুঝে আসছে না।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরব হোসেন জানান, জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে গুলিবিদ্ধ আলীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি ও দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওই কৃষক বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে কে বা কারা তাঁকে গুলি করে হত্যা করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। ঘটনাটির তদন্তে ও অপরাধী ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ওসি আরও জানান, এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের মেয়ে সুমি খাতুন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত