Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের হামলা ৫ জেলে আহত

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩১
বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের হামলা ৫ জেলে আহত

বরগুনার তালতলীর ফকিরহাট এলাকা দিয়ে পশ্চিম-দক্ষিণ বঙ্গোপসাগরে ডাকাতদলের হামলায় ৫ জেলে আহত হয়েছেন। এদের ভেতরে গুরুতর আহত জেলে হাফেজ হাওলাদার, খোকন হাওলাদার ও মোরসালিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফকিরহাট এলাকা দিয়ে পশ্চিম-দক্ষিণ বঙ্গোপসাগরের বলেশ্বরের মোহনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বঙ্গোপসাগরের বলেশ্বর মোহনায় তালতলী উপজেলার হাফেজ হাওলাদার ও ইব্রাহিম মিয়া দুই ট্রলারে মাছ শিকারে যান। শুক্রবার সন্ধ্যায় ওই ট্রলার দুটিতে অপরিচিত কিছু ডাকাতদল হামলা চালায়। ডাকাতদলের হামলায় হাফেজ হাওলাদারসহ ৫ জেলে আহত হয়। অপর দিকে ইব্রাহিম মিয়ার ট্রলারে থাকা ৫ জেলেসহ ট্রলারটি ডাকাতদল নিয়ে যায়। ওই ট্রলারটি ডাকাতদলরা গতকাল শনিবার সকালে পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া খালে ফেলে রেখে চলে যায়।

আহত ট্রলার মালিক হাফেজ হাওলাদার বলেন, ‘দুইটি ট্রলার নিয়ে ২০ থেকে ২২ জনের ডাকাতদল এসে আমার ট্রলারে হামলা চালায়। তাদের হামলায় পাঁচ জেলে আহত হয়েছে এবং এক জেলে সাগরে পড়ে নিখোঁজ রয়েছে।’

অপর ট্রলার মালিক মো. ইব্রাহিম হাওলাদার বলেন, ‘শনিবার সকালে পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া খালে আমাদের রেখে ডাকাতদলের সদস্যরা চলে গেছে। আমার ট্রলারে থাকা আড়াই লাখ টাকার জাল নিয়ে গেছে।’

তালতলীর নিদ্রা-সোকিনা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাজু মণ্ডল বলেন, ‘এ ঘটনার পরপর সাগরে টহল জোরদার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ডাকাতদলদের গ্রেপ্তার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত