Ajker Patrika

চূর্ণী গাঙ্গুলীর নির্দেশনায় কাজ করতে চান জয়া

চূর্ণী গাঙ্গুলীর নির্দেশনায় কাজ করতে চান জয়া

ওপার বাংলার কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন জয়া আহসান। আরও একবার কৌশিক গাঙ্গুলীর নির্দেশনায় পর্দায় আসছেন জয়া। আগামী ২ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। এতে জয়ার সঙ্গে আরও আছেন কৌশিক গাঙ্গুলীর স্ত্রী চূর্ণী গাঙ্গুলী। অভিনয়ের পাশাপাশি তিনিও একজন নির্মাতা। সম্প্রতি নতুন সিনেমা নিয়ে আড্ডায় মেতেছিলেন দুজন।

সেখানে চূর্ণী গাঙ্গুলীর নির্দেশনায় কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন জয়া আহসান। তিনি বলেন, ‘শুধু অভিনয়শিল্পী নয়, পরিচালক চূর্ণী গাঙ্গুলীরও আমি ভক্ত।তাঁর নির্দেশনায় কাজ করার ইচ্ছা আছে। মহিলাদের মনস্তত্ত্ব কৌশিকদা ভালো বোঝেন। তা সত্ত্বেও একজন নারীর চোখ দিয়ে নারীকে দেখার মধ্যে একটা অন্য আঙ্গিক পাওয়া যায়। চূর্ণীদির “নির্বাসিত” ও “তারিখ”-এর মতো সিনেমা দেখার পর ইচ্ছেটা আরও প্রবল হয়েছে।’

জয়ার সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান চূর্ণী গাঙ্গুলী। কিন্তু সেটা কবে হবে, সেটা নিশ্চিত করেননি তিনি। তবে অভিনেত্রী হিসেবে জয়াকে অনেক ভালোবাসেন চূর্ণী। তিনি বলেন, ‘আমি যখন পরিচালনা করি, তখন আমার অভিনেতা-অভিনেত্রীদের প্রেমে পড়ে যাই। বিসর্জন-এ কৌশিক শুধু শুট করার পর বাকি কাজগুলো আমাকে দিয়েছিল। তাই জয়ার সঙ্গে আমার প্রেম বা ভালোবাসা আগেই হয়ে গিয়েছে। কাজটাও একদিন হয়ে যাবে।’

জয়া ও চূর্ণীর সঙ্গে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। সিনেমার গল্পে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে আর চুর্ণী থাকবেন তাঁর সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় বিরাট একটা অংশজুড়ে রয়েছে বিবাহবিচ্ছেদ। এই বিষয়েও কথা বলেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। জয়ার মতে, দাম্পত্যের ক্ষেত্রে বন্ধুত্বটাই আসল। দখল করার মানসিকতা থাকলে ভালোবাসাটা কমে যায়। তখন বিচ্ছেদের বিষয়টি সামনে চলে আসে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ট্রেলার ও একটি গান। প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে গান ও ট্রেলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

১০ হাজার ৪৮৭ জন যাত্রীর হজ অনিশ্চিত: ধর্ম উপদেষ্টা

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত