Ajker Patrika

দুই বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ১৫
দুই বিদ্রোহী নিয়ে  বিপাকে আ.লীগ

সাতক্ষীরার পাটকেলঘাটার ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনে কে জয়ী হবে তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা।

এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম দলীয়ভাবে শক্ত অবস্থানে থাকলেও ভোটে ভাগ বসাবেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম রেজা ও মো. শাহাবাজ আলী।

এদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সুবিধাটা কাজে লাগাচ্ছেন জামায়াতের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী। নির্বাচনে তিনি রয়েছেন বেশ সুবিধাজনক স্থানে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩৩০০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

কুমিরার একাধিক ভোটারের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম একজন ভালো মানুষ। তাঁরা আবারও তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। অপরদিকে জামায়াতের ভোটাররা জানান, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে অধ্যাপক ইদ্রিস আলীর জয়লাভের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী জয়লাভের লক্ষ্যে পাড়া মহল্লা ও বাড়ি বাড়ি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত