Ajker Patrika

আচরণবিধি ভঙ্গের অভিযোগ আগৈলঝাড়ায়

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ৫৫
আচরণবিধি ভঙ্গের অভিযোগ আগৈলঝাড়ায়

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখানোসহ নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগের সংখ্যা বেড়েই চলছে। গত দুই দিনে কয়েকটি অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাচন অফিসে।

নির্বাচন কমিশন অফিসে গত রোববার দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর বাগধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটার গোপালসেন গ্রামের বিশ্বেশ্বর মধুর ছেলে বিপুল মধুকে ওই ওয়ার্ডের মোরগ মার্কার প্রার্থী ও বর্তমান মেম্বর মেহেদী হাসান মিথুনের সমর্থক ফিরোজ মৃধা মোরগ মার্কায় ভোট দিতে বলেন। মিথুনকে ভোট না দিলে তাকে মারধরসহ বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযুক্ত ফিরোজ মৃধা বলেন, ‘বর্তমান মেম্বর ও মোরগ মার্কা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান মিথুনের পক্ষে ভোট চেয়েছি। কিন্তু ভোটের জন্য কাউকে হুমকি দিইনি।’

গতকাল রাজিহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কার প্রার্থী ফখরুল ইসলাম মামুন ও বাগধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. শাহ আলম বখতিয়ার তাদের ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চেয়েছেন নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত